ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের ১৮ তম মৌসুমের (IPL 2025) ৪৪তম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস (KKR vs PBKS)। গুরুত্বপূর্ণ লড়াইয়ে সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেট ভক্তরা। গত দুই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং বিপর্যয় দলের মূল চিন্তার কারণ হয়ে উঠেছিল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১১ রান তাড়া করতে এসে ৯৫ রানেই গুটিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিং বিভাগ। এরপর গুজরাতের বিরুদ্ধে ১৯৮ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৯ রান বানাতে সক্ষম হয়েছিল তারা। এবার নাইট দলের ব্যাটিং প্রদর্শন নিয়ে সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে জোড়া পরিবর্তন দেখা যাবে নাইট শিবিরে।
বাদ পড়ছেন রাসেল-গুরবাজ

এই মৌসুমে ব্যাট ও বল হাতে নিতান্তই ব্যার্থ হয়েছেন অন্দ্রে রাসেল (Andre Russell)। এই মৌসুমে তিনি, ৯.১৭ গড়ে এবং ১১৯.৫৭ স্ট্রাইক রেটে ৫৫ রান বানিয়েছেন এবং বল হাতে নিয়েছেন ছয় উইকেট এবং ওভার পিছু দিয়েছেন ১৩-এর বেশি রান। অন্দ্রে রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটের একজন বড় নাম, তবে তিনি এই মৌসুমে সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন। যে কারণে, এবার তার বদলে দলে পরিবর্তন দেখা যাবে। এবারের আইপিএলে এখনও একটি ম্যাচেও দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েলকে (Rovman Powell)। সূত্রের খবর এবার নিজের দেশের সতীর্থ রাসেলের পরিবর্তে এন্ট্রি নিতে চলেছেন তিনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই মৌসুমে প্রথম বারের মতন দেখতে পাওয়া যাবে তাকে।
Read More: IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে কেকেআরের হার নিশ্চিত, দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার !!
এন্ট্রি নিচ্ছেন লুভনিথ সিসোডিয়া

পাশাপশি দলে আরও একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এবার কলকাতা নাইট রাইডার্স তাদের উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে দুই বিদেশি রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং কুইন্টন ডি ককের উপর বেশি ভরসা জুগিয়েছিল। কুইন্টনকে দিয়েই মৌসুমের শুভ সূচনা করেছিল নাইট রাইডার্স তবে তাঁর ব্যাট থেকে সেভাবে কোনো স্কোর দেখা যায়নি। যে কারণে গুজরাতের বিরুদ্ধে দলে ডি ককের বদলে সুযোগ পেয়েছিলেন গুরবাজ, তবে গুজরাতের বিপক্ষে মাত্র ১ রান বানিয়েই শান্ত থাকতে হয়েছিল তাকে। সূত্রের দাবি, এবার দলে হাজির থাকা ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান লুভনিথ সিসোডিয়াকে (Luvnith Sisodia) দেখা যেতে পারে। ২৫ বছর বয়সী এই তারকা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেক করতে চলেছেন।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে KKR-এর সম্ভব্য একাদশ
অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (C), ভেঙ্কটেশ আইয়ার, লুভনিথ সিসোডিয়া (WK), রিংকু সিং, রোভমান পাওয়েল, রমনদীপ সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, একরিখ নোকিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার – বৈভব আরোরা