ভাগ্য খুললো KKR তারকা রিঙ্কু সিংয়ের, আগামী মৌসুমে দেবেন দলকে নেতৃত্ব !! 1

অবশেষে ভাগ্য খুললো কলকাতা নাইট রাইডার্স দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চলতি সময়ে সমাজ মাধ্যমে বেশ ট্রেন্ডিংয়ে থাকেন নাইট রাইডার্সের রিঙ্কু। তবে, এবার বিশাল বড় গুরুদায়িত্ব পেলেন নাইট তারকা। কয়েক বছরের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম সফল খেলোয়াড় হয়ে উঠেছেন রিঙ্কু। তার উপরেই ভরসা দেখাতে চায় কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্রাঞ্চাইজি। রিঙ্কুকে এবারের আইপিএলে নিলামের আগে সব থেকে বেশি ১৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল নাইট রাইডার্স শিবির। তাকে মোটা অংকের টাকায় ধরে রাখার মূল কারণটি হতে পারে তার ফিনিশিংয়ের ভূমিকা ও অধিনায়কত্বের অভিজ্ঞতা। আসলে আগে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লীগে রিঙ্কুকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে, যে কারণে আগামী দিনে তাকে নাইট রাইডার্স এর অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যেতে পারে বলেই মনে করছেন ভক্তরা।

ভাগ্য খুললো রিঙ্কু সিংয়ের

Rinku Singh
Rinku Singh | Image: Twitter

তবে অবশেষে ভাগ্য খুলেছে রিঙ্কুর, এবার তারকা ক্রিকেটারের হাতেই তুলে দেওয়া হলো গুরু দায়িত্ব। আসলে সদ্য সমাপ্ত হওয়ার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উত্তর প্রদেশ কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পরে বিজয় হাজারে ট্রফিতে নামতে চলেছে উত্তর প্রদেশ দল। দলের পরিবর্তন হিসেবে বদলে গিয়েছে অধিনায়কের নাম। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তিন ফরম্যাটেই আলাদা অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের অধিনায়কত্ব ছিল আরিয়ান জুয়ালের হাতে, এরপর সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে উত্তরপ্রদেশ দলের অধিনায়ক ছিলেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) এবং বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দেবেন মিডিল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)।

Read More: W,W,W,W,W…আইপিএল নিলামে পেয়েছেন মাত্র ৩০ লাখ, মুস্তাক আলি ট্রফিতে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে নিলেন ১৭ উইকেট !!

দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হলো রিঙ্কুর হাতে

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

২১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে টুর্নামেন্ট। উত্তর প্রদেশের সিনিয়র সিলেকশন কমিটি এই ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের জন্য ১৯ সদস্যের একটি দল ঘোষণা করেছে। রিঙ্কু সিংয়ের নেতৃত্বে, উত্তর প্রদেশ ২১ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে একটি ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফিতে তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে। সকাল ৯টা থেকে শুরু হবে এই ম্যাচ। সদ্য সমাপ্ত হওয়া সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি ট্রফিতে ব্যাট হাতে খুব ভালো ছন্দে ছিলেন রিঙ্কু। তিনি ৯ ম্যাচে ৬৯.৩৫ গড়ে ও ১৫২.১৯ স্ট্রাইক রেটে ২৭৭ রান বানান। ভক্তরা মনে করতে শুরু করে দিয়েছেন যে, রিঙ্কু সিং উত্তর প্রদেশ দলের অধিনায়ক হওয়ার পর তাকে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক করা হতে পারে।

বিজয় হাজারে ট্রফির জন্য উত্তর প্রদেশ দল:

রিংকু সিং (অধিনায়ক) ভুবনেশ্বর কুমার, মাধব কৌশিক, করণ শর্মা, প্রিয়ম গর্গ, নীতীশ রানা, অভিষেক গোস্বামী, অক্ষদীপ নাথ, আরিয়ান জুয়াল, আরাধ্যা যাদব, সৌরভ কুমার, কৃত্যাগ্য কুমার সিং, বিপ্রজ নিমা। মহসিন খান, শিবম মাভি, আকিব খান, অটল বিহারী রাই, কার্তিকেয় জয়সওয়াল, বিনীত পানওয়ার।

স্ট্যান্ড বাই: সমর্থ সিং, সমীর চৌধুরী, অঙ্কিত রাজপুত, প্রিন্স যাদব।

নেট বোলার: বৈভব চৌধুরী, যোগেন্দ্র দোয়লা, জিশান আনসারি, আনশ দ্বিবেদী, যশ গর্গ।

Read Also: Rinku Singh: খান পরিবারের জামাই হচ্ছেন রিঙ্কু সিং, খুব শীঘ্রই বাজবে বিয়ের সানাই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *