‘ঘরের ছেলে’কে ফেরাতে সচেষ্ট KKR, ভুল শুধরে খরচ করছে কোটি কোটি টাকা !! 1

২০২৪-এ দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফাইনালে তারা কার্যত গুঁড়িয়ে দিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদকে। কিন্তু ২০২৫-এ মরসুমটা বিশেষ ভালো কাটে নি তাদের। দশ দলের লীগে তারা শেষ করেছে অষ্টম স্থানে। জোটে নি প্লে-অফের ছাড়পত্র। কেন মুখ থুবড়ে পড়লো দল? বিশ্লেষণ করতে বসে দলগঠনের দুর্বলতার দিকেই আঙুল তুলেছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। ট্রফিজয়ী দলের তিন স্তম্ভ শ্রেয়স আইয়ার,মিচেল স্টার্ক ও ফিল সল্ট’কে ছেড়ে দিয়েছিলো কলকাতা। বিদায় জানিয়েছিলো বহু যুদ্ধের নায়ক নীতিশ রাণাকেও (Nitish Rana)। পরিবর্ত হিসেবে যাঁদের নিয়েছিলেন ভেঙ্কি মাইশোররা, তাঁরা ভরসা যোগাতে পারেন নি বেগুনি-সোনালী বাহিনীকে। তাঁদের ব্যর্থতারই প্রতিফলন দেখা গিয়েছিলো মাঠে। অষ্টাদশতম মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়েছে নাইট (KKR) শিবির। এখন থেকেই ২০২৬-এর দলগঠনের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে তারা।

Read More: “ধোনি ছেঁটে ফেলেছিলো, কিন্তু শচীন…” ‘ক্যাপ্টেন কুল’-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বীরেন্দ্র শেহবাগের !!

নাইটদের রেডারে নীতিশ-

Nitish Rana | KKR | Image: Getty Images
Nitish Rana | Image: Getty Images

২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন নীতিশ রাণা (Nitish Rana)। সাত বছর একটানা বেগুনি-সোনালী জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। ২০২৩-এ শ্রেয়স আইয়ার লোয়ার ব্যাকের সমস্যার কারণে ছিটকে যাওয়ায় দলের নেতৃত্বও সামলেছিলেন বাম হাতি ব্যাটার। কিন্তু ২০২৪-এ চোটের কারণে অধিকাংশ ম্যাচেই রিজার্ভ বেঞ্চে থাকতে হয় তাঁকে। এরপর ২০২৫-এর রিটেনশন তালিকায় আর জায়গা হয় নি তাঁর। নীতিশকে ‘রিলিজ’ করে দেয় কলকাতা। মেগা নিলামেও তাঁর জন্য বিশেষ এগোন নি ভেঙ্কি মাইশোররা (Venky Mysore)। এমনকি ‘রাইট টু ম্যাচ’ বিকল্পও বাঁচিয়ে রাখা হয় নি তাঁর জন্য। দীর্ঘ দিনের সম্পর্কে ভাঙন সহজে মানতে পারেন নি নীতিশ (Nitish Rana)। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী সাচি মারওয়া’ও। “আনুগত্যের দাম অনেক,” ট্যুইট করেন তিনি।

সময়ের সাথে সাথে অবশ্য সেই দূরত্ব মিটেছে খানিক। দিনকয়েক আগে যমজ সন্তানের বাবা হয়েছেন নীতিশ (Nitish Rana)। তাঁর ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলো নাইট রাইডার্স। সেখানে ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদও জানান ক্রিকেট তারকা। ২০২৬ আইপিএলের মিনি নিলাম যত এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে যে নীতিশকে ফিরে পাওয়ার ছক সাজাচ্ছেন কলকাতার (KKR) কর্মকর্তারা। ২০২৫-এ ৪ কোটি ২০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিলেও বিশেষ সাফল্য পান নি বাম হাতি ব্যাটার। ১১ ম্যাচে ২১.৭০ গড়ে করেছেন ২১৭। তাঁকে নিলামের আগে রাজস্থান সম্ভবত ছেড়েই দেবে। সেই সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। নাইট (KKR) মিডল অর্ডারের শূন্যতা ঢাকতে নীতিশ যে বড় ভূমিকা নিতে পারেন তাতে সন্দেহ নেই। কিন্তু রিইউনিয়ন শেষমেশ সম্ভব হয় কিনা এখন দেখার বিষয় সেটিই।

নিলামের স্ট্র্যাটেজি সাজাচ্ছে কলকাতা-

Kolkata Knight Riders | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে হতে পারে ১৯তম আইপিএলের (IPL) মিনি নিলাম। এখন থেকেই ছক সাজিয়ে রাখছে কেকেআর ম্যানেজমেন্ট। গত বছর ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিলো নাইট (KKR) শিবির। মধ্যপ্রদেশের অলরাউন্ডারকে নিঃসন্দেহে ছেড়ে দেওয়া হবে এবার। ক্যুইন্টন ডি কক, অনরিখ নর্খিয়াদেরও ছাঁটাই করা হবে সম্ভবত। অকশন পার্সে যে বাড়তি অর্থ যুক্ত হবে তা তারকা ক্রিকেটারদের জন্য খরচের চেষ্টায় থাকবেন ভেঙ্কি মাইশোররা। ওপেনার, অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় কোনো একজন তারকাকে চাইছে তিন বারের চ্যাম্পিয়নরা। সূত্রের খবর কে এল রাহুলের জন্য ট্রেডিং-এর প্রস্তাব দিল্লী ক্যাপিটালসকে দিতে পারে কলকাতা (KKR)। তাদের রেডারে রয়েছেন সঞ্জু স্যামসনও। কেরলের তারকাকে পেতে অঙ্গকৃষ রঘুবংশী ও রমনদীপ সিং-কে রাজস্থানের হাতে তুলে দিতেও রাজী তারা।

Also Read: BREAKING: ভারতকে টেক্কা দিতে ভয়ঙ্কর দল ঘোষণা করলো পাকিস্তান, এশিয়া কাপে চালাবে তান্ডব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *