চলতি সপ্তাহে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (KKR vs RCB)। দুই নতুন অধিনায়ককে নিয়েই শুরু হবে আসন্ন আইপিএলের নতুন আসর। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে তাদের আইপিএল ট্রফি ডিফেন্ড করবে আর অন্যদিকে, রজত পতিদারের (Rajat Patidar) নেতৃত্বে ১৮তম বছরে প্রথম আইপিএল ট্রফির স্বাদ নিতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। তবে প্রথম ম্যাচে নামার আগেই রুদ্ধশ্বাস ছন্দ দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল।
প্রথম ম্যাচে মাঠে নামবে KKR

আসলে, নাইট রাইডার্স দল প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স দলের মুখোমুখি হওয়ার আগেই নিজেদের মধ্যে ইন্টার স্কোয়াড ম্যাচে মুখোমুখি হয়েছিল। এদিনের ম্যাচে ভাইস ক্যাপ্টেন বেঙ্কটেশ আইয়ারকে ছন্দ দেখাতে দেখা গেল। ২৩ কোটি ৭৫ লক্ষের খেলোয়াড় শনিবার ইডেনে এ মরশুমে নাইটদের হয়ে প্রথম প্র্যাক্টিস ম্যাচে ২৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেললেন, পাশাপশি তার সাথে টিম গোল্ডের সদস্য লুবনিত সিসদা ৪৬ রানের ইনিংস খেলেছিলেন। তবে, টিম পার্পেল বেশ খানিকাংশে এগিয়ে ছিল। প্রথমে ব্যাটিং করে টিম পার্পেল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৭৭ রানের ইনিংস খেলে। প্রথমবার নাইট জার্সিতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার কুইন্টন ডি কক (Quinton De Kock)। ২২ বলে করেছেন ৫২। শুধু তাই নয়, এদিন রিংকু সিং (Rinku Singh) এবং অন্দ্রে রাসেল (Andre Russell) বিধ্বংসী মেজাজ দেখিয়েছেন।
Read More: আইপিএলের আগেই লটারি লাগলো CSK’র, মাত্র ২ কোটির বিনিময়ে কোহিনুর হীরার খোঁজ পেল !!
ইন্টার-স্কোয়াড ম্যাচে অসাধারণ ছন্দ দেখিয়েছে KKR

টিম গোল্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছে টিম পার্পেল। রাহানের নেতৃত্বে ব্যাটিং করতে এসে রিংকু সর্বাধিক ৭৯ রানের ইনিংস খেলেন, তাছাড়া অলরাউন্ডার অন্দ্রে রাসেল দ্রুত ৬৪* রানের ইনিংস খেলেন। অনুশীলনে নাইট দলের এধরনের ব্যাটিং রিতিমতন ঝড় তুলে দিয়েছে নাইট শিবিরে। নেটিজেনরা নাইট দলের এই প্রদর্শন দেখার পর ধারণা করতে শুরু করে দিয়েছে যে এবারের আইপিএলে আবার একটি শিরোপা জিততে চলেছে নাইট রাইডার্স দল। ২০২৪ সালে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয় আইপিএল শিরোপা জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে, শ্রেয়স নাইট রাইডার্স দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই নতুন অধিনায়ক হিসেবে রাহানেকে বাছাই করে নিতে হয়েছে টিম ম্যানেজমেন্ট কে।