kkr-missing-mitchell-starc-in-ipl-2025

IPL 2025: ২০২৪ আইপিএলের (IPL) মিনি নিলামে শোরগোল ফেলে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলীয় বাম হাতি পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে নিয়েছিলো তারা। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরুটা ভালো হয় নি তাঁর। কিন্তু তারপরেও স্টার্কের উপর আস্থা রেখেছিলো টিম ম্যানেজমেন্ট। নক-আউট পর্বে প্রতিদান দিয়েছিলেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালে নাইটদের জয়ে রেখেছিলেন বড়সড় অবদান। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটারের পুরষ্কারও পেয়েছিলেন স্টার্ক। তিনি মরসুম শেষ করেন ১৯ উইকেট নিয়ে। ২০২৫-এ অজি তারকাকে ধরে রাখা সম্ভব হয় নি কলকাতার (KKR) পক্ষে। মূলত বাধা হয়ে দাঁড়িয়েছিলো তাঁর বিশাল প্রাইস ট্যাগই। ফলে স্টার্কের ঠাঁই হয় নাইটদের রিলিজ তালিকায়। জেড্ডার মেগা নিলামে ১১ কোটি ৭৫ লক্ষে তাকে ছিনিয়ে নেয় দিল্লী ক্যাপিটালস।

Read More: IPL 2025: মুম্বইয়ের বিরুদ্ধে একাদশে নেই রিঙ্কু সিং, কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে নাইট রাইডার্স !!

আগুনে ছন্দে রয়েছেন স্টার্ক-

Mitchell Starc | IPL | Image: Getty Imges
Mitchell Starc | IPL | Image: Getty Imges

গত বার যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই ২০২৫-এর আইপিএল (IPL) শুরু করেছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিশ্রাম নিয়েছিলেন বাম হাতি পেসার। তরতাজা হয়ে ফিরেছেন মাঠে। ফ্র্যাঞ্চাইজি লীগের আসরে রীতিমত আগুন ঝরাচ্ছেন তিনি। দিল্লী ক্যাপিটালসের জার্সিতে তাঁর অভিষেক হয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে। ৩৪ রান খরচ করে তিন উইকেট তুলে নেন তিনি। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই পারফর্ম্যান্সকেও ছাপিয়ে গেলেন স্টার্ক। ধ্বংসাত্মক ব্যাটিং-এর জন্য অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের কাছে ‘কুখ্যাত’ হায়দ্রাবাদ (SRH)। তাদের তারকাখচিত ব্যাটিং আক্রমণকেই কার্যত ভোঁতা করে দিলেন তিনি। ৩.৪ ওভারে ৩৫ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন স্টার্ক। দিল্লীর জার্সিতে দ্বিতীয় বোলার হিসেবে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি।

বিশাখাপত্তনমের বাইশ গজে ‘স্টার্ক অ্যাটাক’-এর শুরুটা হয়েছিলো ইনিংসের তৃতীয় ওভারে। ঈশান কিষণ ও নীতিশ কুমার রেড্ডিকে সাজঘরে ফেরান তিনি। এরপর থামান ট্র্যাভিস হেড’কে। গতবারের নক-আউট পর্বেও জাতীয় দলের সতীর্থকে শান্ত রেখেছিলেন তিনি। এবারও দুই বাম হাতির দ্বৈরথে শেষ হাসি স্টার্কেরই (Mitchell Starc)। দ্বিতীয় স্পেলে ফিরে এসে উইয়ারন মুল্ডার ও হর্ষল প্যাটেলকে আউট করেন তিনি। কথায় আছে, ‘কারো পৌষ মাস তো কারো সর্বনাশ।’ বাংলায় বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি যেন সত্য দিল্লী ক্যাপিটালস (DC) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্ষেত্রে। পৌনে বারো কোটিতে স্টার্কের মত তারকাকে ছিনিয়ে নিয়ে লাভ হয়েছে দিল্লী’র। পক্ষান্তরে আফসোস করা ছাড়া কিছুই করণীয় নেই কলকাতা নাইট রাইডার্সের। নিলামেও কেন স্টার্কের জন্য শেষ অবধি লড়াই করলো না কলকাতা? এই ধাঁধারই এখন উত্তর খুঁজছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বদলি বাছতে ব্যর্থ কলকাতা-

Spencer Johnson and Bharat Arun | Image: Twitter
Spencer Johnson and Bharat Arun | Image: Twitter

মিচেল স্টার্ককে ছেড়ে দিলেও তাঁর আদর্শ বিকল্প বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারে নি কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামের দক্ষিণ আফ্রিকার অনরিখ নর্খিয়া’কে (Anrich Nortje) ৬.৫ কোটি টাকায় দলে সামিল করেছিলেন ভেঙ্কি মাইশোররা। মনে করা হয়েছিলো স্টার্কের বদলে নতুন বল হাতে তাঁকেই দেখা যাবে বোলিং রান-আপে। কিন্তু তাঁর পিঠের স্ট্রেস ফ্র্যাকচার ভাবনা বদলাতে বাধ্য করেছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর ডোয়েন ব্র্যাভোকে। ‘ফিট’ নর্খিয়া নাইট শিবিরে যোগ দিলেও এখনও সুযোগ পান নি মাঠে নামার। আরেক বিদেশী পেসার স্পেন্সার জনসনের (Spencer Johnson) উপরেই মরসুমের প্রথম দুটি ম্যাচে আস্থা রেখেছে বেগুনি-সোনালী শিবির। কিন্তু স্টার্কের সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারেন নি তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ২.২ ওভারে ১৩.২৮ ইকোনমি রেটে ৩১ রান খরচ করেছেন তিনি। রাজস্থানের বিপক্ষে ১ উইকেট পেলেও দিয়েছেন ৪২ রান।

Also Read: IPL 2025: কলকাতার বিরুদ্ধে নামার আগেই ধাক্কা মুম্বই শিবিরে, চোটের কবলে সূর্যকুমার যাদব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *