মোহাম্মদ শামিকে মনে ধরেছে KKR মালিক শাহরুখ খানের, নিলামে চলবে জোর লড়াই !! 1

সম্প্রতি আইপিএলের ১০ ফ্রাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। ঘোষিত হওয়া তালিকা অনুযায়ী গুজরাট দলে জায়গা হয়নি মোহম্মদ শামির (Mohammed Shami) মতন কিংবদন্তি খেলোয়াড়ের। গুজরাট দলে শামির জায়গা কেন হয়নি তা এখনো জানা যায়নি, ২০২২ সালে মেগা নিলামে মোহম্মদ শামিকে কিনেছিল গুজরাট দলটি। ২০২২ এবং ২০২৩ সালে গুজরাটের হয়ে সর্বাধিক উইকেট তিনি নিয়েছিলেন। তবে ২০২৪ সালে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল মোহাম্মদ শামিকে। ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার আবার নিজের অনুশীলন শুরু করেছেন। খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা পাকা করতে পারেন শামি।

রুদ্ধশ্বাস ফর্মে রয়েছেন মোহম্মদ শামি

Mohammed Shami, kkr
Mohammed Shami | Image: Getty Images

তবে শুধু ভারতীয় দলে নয় এবার বাংলার ছেলে বাংলার হয়েই খেলতে দেখা যাবে। বেশ কিছু সূত্রের অনুযায়ী মোহম্মদ শামিকে দলে শামিল করতে চলেছেন কিং খান শাহরুখ খান। ভারতীয় দলের তারকা খেলোয়াড় আগেও কলকাতা নাইট রাইডার্স দলের জার্সিতে খেলেছেন, তবে ফ্র্যাঞ্চাইজির হয়ে শামির পারফরমেন্স ছিল খুবই সাধারণ। তবে বর্তমান সময়ে মোহাম্মদ শামি বিশ্ব ক্রিকেটে একটা বড় নাম। ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপে মোহম্মদ শামি দুর্দান্ত বলেন প্রদর্শন দেখিয়েছিলেন। মোহাম্মদ শামির এই প্রদর্শনের পরেই তাকে দলে নিতে রাজি হয়েছেন কিং খান।

Read More: টেস্ট সিরিজের দুই দিন আগে নতুন দল ঘোষণা করলো BCCI, বাদ রোহিত শর্মা- তরুণ তারকা পেলেন সুযোগ !!

শাহরুখের নজরে রয়েছেন শামি

Shah Rukh Khan, ipl 2024, kkr
Shah Rukh Khan | Image: Getty Images

আসলে কলকাতা নাইট রাইডার্স দল আসন্ন আইএলের আগে দলের পেসারদের মধ্যে কেবলমাত্র হার্ষিত রানাকে (Harshit Rana) রিটেন করেছে। KKR’এর টার্গেট লিস্টে রয়েছেন মোহম্মদ শামি (Mohammed Shami)। তবে মোহম্মদ শামিকে সহজেই পাবেন না শাহরুখ। জানা গিয়েছে পাঞ্জাব কিংস (PBKS) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG) দুই ফ্রাঞ্চাইজি শামিকে দলে শামিল করতে পারে। আসলে গত বছর মোহম্মদ শামি যে রুদ্ধশ্বাস পারফরমেন্স দেখিয়েছেন তার পর নিলামের মঞ্চে তার দর অনেকটাই বেড়ে যাবে। ভারতীয় দলের এই তারকাকে ক্রিকেটারকে কিনতে প্রায় বেশিরভাগ ফ্রাঞ্চাইজি তাদের ব্যাংক ব্যালান্স শেষ করতে পারে। শামি আইপিএলে ১১০ ম্যাচে ১২৭ উইকেট নিয়েছেন এবং ওভার পিছু দিয়েছেন ৮.৪৪ রান।

Read Also: IPL 2025: নিলামের আগেই KKR’কে ধাক্কা দিলো বেঙ্গালুরু, ছিনিয়ে নিলো প্রধান অস্ত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *