kkr-might-target-3-players-as-captain-in-ipl-2025

২০২৪ সালে তৃতীয় বারের জন্য আইপিএল খেতাব জয় করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে (SRH) পরাস্ত করে আইপিএল জয়ের হ্যাটট্রিক করে কলকাতা নাইট রাইডার্স। তবে ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স দল ত্যাগ করেছেন। তিনি নাইট পরিবারের অঙ্গ থাকতে চাননি তাই তিনি আইপিএল নিলামে নাম লিখিয়েছেন। তবে নাইট রাইডার্সকে আসন্ন আইপিএলে ক্যাপ্টেনের প্রয়োজন হবে। দলের মালিক শাহরুখ খানের নজরে রয়েছেন তিন তারকা ক্রিকেটার।

১. জস বাটলার

Joss Buttler, ipl,rr, kkr
Jos Buttler | Image: Getty Images

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের প্রয়োজন একজন ভালো মানের উইকেট রক্ষক ব্যাটসম্যানের। রবিন উথাপ্পা (Robin Uthappa) ও দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পর কলকাতা নাইট রাইডার্সকে দীর্ঘ সময় কেটে গিয়েছিল উইকেট রক্ষক ব্যাটসম্যানকে খুঁজে পেতে। গত বছর আইপিএলে নাইট দলের হয়ে উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করেছিলেন ফিলিপ স্লট (Philip Salt)। তবে আসন্ন আইপিএলে স্লটের বদলে কলকাতা দলের টার্গেট লিস্টে রয়েছে জস বাটলারের (Jos Buttler) নাম। ইংল্যান্ড দলের সাদা বলের ফরম্যাটের অধিনায়ক হলেন জস বাটলার।

Read More: IPL 2025: “টাকার জন্য ছাড়ি নি…” দিল্লীতে ফিরছেন ঋষভ পন্থ? গাওস্করকে সাফ জবাব তারকা ক্রিকেটারের !!

তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডকে বিশ্বকাপ বিজেতাও বানিয়েছিলেন। গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির হয়ে খেলে আসছেন জস। তবে আসন্ন মৌসুমের জন্য তারকা ক্রিকেটারকে রিটেন করেনি রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজি। অন্যদিকে নাইট টিম ম্যানেজমেন্ট তাকে দলে শামিল করে তাকে দলের অধিনায়ক বানাতে চাইবেন। আইপিএলের মঞ্চে জস বাটলার ১০৭ ম্যাচে ৩৮.১১ গড়ে এবং ১৪৭.৫৩ স্ট্রাইক রেটে ৩৫৮২ রান বানিয়েছেন। ২০২২ সালের আইপিএলে জস অরেঞ্জ ক্যাপের বিজেতাও ছিলেন। পারফরমেন্সের পাশাপশি তার অধিনায়কত্ব করার গুণাবলী থাকায় তাকে কলকাতা দল শামিল করতে চাইবে।

২. ঋষভ পন্থ

কে সামলাবেন KKR’এর নেতৃত্ব? নিলামে এই ৩ তারকার দিকে নজর শাহরুখ খানের !! 1

ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) নাম লিখিয়েছেন আইপিএল নিলামের মঞ্চে। ঋষভ তার ক্যারিয়ার শুরুর থেকে দিল্লি ফ্রাঞ্চাইজির অঙ্গ ছিলেন। তবে, ব্যাক্তিগত কারণে তিনি দিল্লি ছেড়েছেন বলেই শোনা যাচ্ছে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভকে টার্গেট করেছে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। নাইট রাইডার্স পন্থকে দলে শামিল করতে পারে এবং তাকেই দলের অধিনায়ক বানাতে পারে। ঋষভ আগেও দিল্লি ক্যাপিটালস ফ্রাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করেছেন এবং তার নেতৃত্বে দিল্লি দল ৪৩ ম্যাচের মধ্যে ২৩টি ম্যাচে জয়লাভ করেছিল। পাশাপশি, ব্যাটসম্যান হিসেবে তার প্রতিভা নিয়ে কারোর কোনো সন্ধেও নেই। আইপিএলের মঞ্চে ঋষভ ১১১ ম্যাচে ৩৫.৩১ গড়ে ও ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩২৮৪ রান বানিয়েছেন।

৩. কেএল রাহুল

ipl-2025-kl-rahul-can-return-to-pbks
KL Rahul | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে (KL Rahul) মনোনীত করা হতে পারে। আইপিএলের ময়দানে রাহুলের পারফরমেন্স অসাধারণ। প্রতিবছর ব্যাট হাতে রান বানিয়েছেন তিনি। গত মৌসুমে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বচসায় জেরে লখনউ দল ত্যাগ করেন রাহুল। এই পরিস্থিতিতে রাহুলকে কিনতে মরিয়া থাকবে কোলকাতা ফ্রাঞ্চাইজি। রাহুল ওপেনিং, মিডিল অর্ডার ছাড়াও ফিনিশার হিসেবেও ব্যাটিং করতে অভ্যস্ত। অধিনায়ক হিসেবে রাহুলের নেতৃত্বে গত তিন বছরে তার পুরানো ফ্রাঞ্চাইজ লখনৌ সুপার জায়ান্টস দুই মৌসুমেই প্লে-অফের জন্য কোয়ালিফাই করেছিল।

ব্যাটসম্যান হিসেবে ২০১৮ সালের পর থেকে একটানা ২০২২ সাল পর্যন্ত রাহুলের গড় কখনো পঞ্চাশের নিচে নামেনি। পাশাপাশি গত মৌসুমে তিনি ফ্রাঞ্চাইজের হয়েও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, ব্যাট হাতে সর্বাধিক ১৪ ম্যাচে ৫২০ রান বানিয়েছিলেন তিনি। লখনৌ ফ্রাঞ্চাইজি ছেড়ে দেওয়ার পরে রাহুলের কাছে বড় সুযোগ এসেছে অন্য কোন দলকে নেতৃত্ব দেওয়ার। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। নাইট শিবির রাহুলকে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে চাইবে।

Read Also: IPL 2025: নিলামের আগেই KKR’কে ধাক্কা দিলো বেঙ্গালুরু, ছিনিয়ে নিলো প্রধান অস্ত্র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *