কোটি টাকা খরচ করে দুর্দান্ত দল করলো KKR, IPL’এ ৪০০ রান কোনো ব্যাপার নয় !! 1
KKR | Image: Getty Images

সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নিলাম। নিলামের মঞ্চে নাইট রাইডার্স দল (KKR) একাধিক তারকা খেলোয়াড় কে শামিল করেছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এবারের নাইট রাইডার্স দলটি অন্য বারের তুলনায় বেশ ভারসাম্যপূর্ণ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলার খেলোয়াড়রা রয়েছেন। নিলামের মঞ্চে সর্বাধিক ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে (Cameron Green) কিনেছে কেকেআর। আপাতত আইপিএলের মঞ্চে তিনিই সবথেকে দামি খেলোয়াড়। গ্রিনের পাশাপশি নাইট রাইডার্স দল বেশ দারুন ভাবেই তাদের দলটি সাজিয়েছে। বিশেষ করে কলকাতা দলের ব্যাটিং লাইন আপ নিয়ে ভক্তদের মধ্যে বেশ কৌতুহল তৈরি হয়েছে। এমনকি, বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এবারের নাইট রাইডার্স দলের ব্যাটিং লাইন আপ নাকি সবথেকে শক্তিশালী এবং তারা নাকি ৪০০ রান বানিয়ে ফেলতে পারে এবারের আইপিএলে।

গ্রীন-পথিরানাকে নিয়ে শক্তিশালী KKR

Kkr
Cameron Green and Matheesha Pathirana | Image: Twitter

নাইট রাইডার্স দলের ওপেনিংয়ের দায়িত্ব পালন করতে পারেন ক্যামেরন গ্রীন (Cameron Green) ও সুনীল নারিন (Sunil Narine)। দুজনেই মারকুটে স্বভাবের খেলোয়াড় এবং যদি দুজন পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে টিকে যায় তাহলে বিপক্ষ দলের বোলারদের কার্যত নাজেহাল করেই ছাড়বে। ক্যামেরন গ্রীন ১৫৫’ এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন এবং নারিন ১৬৬’এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। ২০২৪ সালে যেভাবে সল্ট ও নারিন জুটি সফল হয়েছিল সেভাবে গ্রীন ও নারিন জুটি এবারের আইপিএলে সফল হতে পারেন। তিন ও চার নম্বরে মুম্বইয়ের দুই ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশীকে দেখতে পাওয়া যেতে পারে। শুরু থেকেই দুজনে চালিয়ে খেলার ক্ষমতা রাখেন এবং দুজনেই আগ্রাসী ব্যাটিং চালিয়ে বিপক্ষ দলকে বিপাকে ফেলতে পারেন। মিডিল অর্ডারের দায়িত্বে রাহুল ত্রিপাঠিকে দেখতে পাওয়া যেতে পারে। অতীতে, ত্রিপাঠি কেকেআরের হয়ে অনবদ্য ব্যাটিং করেছিলেন।

Read More: ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ, যশস্বী জয়সওয়ালকে ভর্তি করা হল হাসপাতালে !!

রেকর্ড ভাঙার লক্ষে KKR

Kkr
Rinku Singh and Angkrish Raghuvanshi | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটে তিনি এখন দুরন্ত ছন্দে রয়েছেন, যার ভিত্তিতে এটা স্পষ্ট যে তিনিও আগ্রাসী মেজাজেই ব্যাটিং করতে পছন্দ করবেন। ফিনিশারের ভূমিকায় রিংকু সিং (Rinku Singh) ও রমনদীপ সিংকে (Ramandeep Singh) দেখতে পাওয়া যাবে, আইপিএলে রিংকুর স্ট্রাইক রেট ১৪৫ এবং রমনদীপ ১৫৮’এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। নাইট রাইডার্সের কাছে যে ধরনের ফায়ারপাওয়ার রয়েছে তাতে শুরু থেকে ব্যাটসম্যানরা জাদি চালিয়ে খেলতে সক্ষম হয় তাহলে খুবই সহজে তারা ৩০০’এর গন্ডি পেরিয়ে যাবে। ২০২৪ সালের আইপিএলে কেকেআর দিল্লির বিরুদ্ধে ২৭২ রান বানিয়েছিল, আসন্ন আইপিএলে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চাইবে দল।

Read Also: দেশে ফিরলেই গ্রেপ্তার, দুর্নীতিতে দোষী সাব্যস্ত বিশ্বকাপজয়ী অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *