IPL শেষ হতে না হতেই বড় সিদ্ধান্ত KKR টিম ম্যানেজমেন্টের, ছাঁটাই হচ্ছেন কোচ ও মেন্টর !! 1

জুনের প্রথম সপ্তাহে সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। এবারের আইপিএলে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) দল। তবে, এই মৌসুমে বেশ চর্চায় ছিল তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দল (KKR)। তিন বারের চ্যাম্পিয়ন কেকেআর এবার সব দিক থেকেই ব্যার্থ হয়েছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের প্রদর্শন ভক্তদের হতাশ করেছে। একেরপর এক বাজে পারফরম্যান্সের জন্য কেকেআর মালিক পক্ষ এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে।

অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করেছিল KKR

Kkr
KKR | Image: Getty Images

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের প্রদর্শন ছিল খুবই সাধারণ। নাইট রাইডার্স দল এবারের আইপিএলে সেভাবে ভালো প্রদর্শন দেখাতে সম্ভব হয়নি। তারা অষ্টম স্থানে তাদের অভিযান সমাপ্ত করেছিল। ১৪ ম্যাচে নাইট রাইডার্স ৫টি জিতেছিল এবং ২টি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। এবার কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিতে বেশ কিছু পরিবর্তন লক্ষ করা গিয়েছিল। দলের মেন্টর, ক্যাপ্টেন, খেলোয়াড়দের বেশ পরিবর্তন দেখা গিয়েছিল। ২০২৪ সালের দ্বিতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য দলকে চ্যাম্পিয়ন বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দলের গৌতম গাম্ভীর প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিনজনের গুরুত্বপূর্ণ অবদানে কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালে আইপিএল খেতাব জয়লাভ করেছিল। তবে গতবার আইপিএল সমাপ্ত হবার পর ভারতীয় দলের প্রধান কোচ হয়ে উঠেছিলেন গৌতম গাম্ভীর যে কারণে তাকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে হয়েছিল পাশাপাশি কলকাতা টিম ম্যানেজমেন্টের সঙ্গে সেভাবে সম্পর্ক হয়ে না ওঠায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

Read More: ভারতকে টক্কর দিতে এন্ট্রি নিলো এই দল, টি-20 বিশ্বকাপে করবে তান্ডব !!

চাকরি হারাচ্ছেন ব্রাভো-পন্ডিত

Kkr
Chandrakant Pandit, DJ Bravo and Ajinkya Rahane | Image: Getty Images

গম্ভীরের বদলে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন টি-টোয়েন্টি ফরমেটের কিংবদন্তি অলরাউন্ডার ডুয়েন ব্রাভো। দলের প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পন্ডিত বিরাজমান থাকলেও দলের ক্যাপ্টেনসি অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) হাতে তুলে দেওয়া হয়েছিল। রাহানের ক্যাপ্টেনসিতে এবার সে ধার দেখতে পাওয়া যায়নি তাছাড়া টিম ম্যানেজমেন্টের দল নির্বাচনে বেশ কিছু ত্রুটি ছিল। দলের এই ত্রুটির পর এবার মালিক পক্ষ বড় সিদ্ধান্ত নিতে চলেছে।

জানা গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স দলের টিম ম্যানেজমেন্টে এবার বিস্তর পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সূত্রের দাবি, প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং মেন্টর ডুয়েন ব্রাভোকে ছেঁটে ফেলতে চাইছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এমনকি সূত্রটি আরও দাবি জানাচ্ছে যে, প্রধান কোচ হিসেবে প্রাক্তন নাইট ইয়ন মরগানকে (Eoin Morgan) দলের হেড কোচ বানাতে চাইছে কেকেআর মালিক পক্ষ।

Read Also: KKR বা চেন্নাই নয় এই দলে যেতে চলেছেন সঞ্জু স্যামসন, ফাঁস হলো বড়ো তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *