হেড কোচের পর ছাঁটাই ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, এই খেলোয়াড় হচ্ছেন KKR এর নতুন নেতা !! 1

কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত সদ্য কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ২০২৪ সালে চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়েই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে, দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) দলকে সেভাবে নেতৃত্ব দিতে পারেননি। যে কারণে, তাঁর উপরেও প্রশ্ন উঠতে শুরু করে। জানা গিয়েছিল প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো কলকাতা নাইট রাইডার্স দল। আসন্ন আইপিএলে আর পন্ডিতের সঙ্গে নতুন করে চুক্তি করতে চাইছে না নাইট রাইডার্স দল।

চন্ড্রোকান্ত পন্ডিতের সাথে সম্পর্ক ছিন্ন করলো KKR

Ipl 2025, kkr
Chandrakant Pandit | Image: Getty Images

কেকেআর (KKR) কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, দু’পক্ষ সহমতের ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএল পর্যন্ত চুক্তি ছিল পণ্ডিতের সঙ্গে। সমাজমাধ্যমে কেকেআর কর্তৃপক্ষ লিখেছেন, “চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসাবে কাজ চালিয়ে যেতে চাননা। তাঁর অমূল্য আবেদনের জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। তাঁর কোচিংয়েই আমরা ২০২৪ সালে আইপিএল শিরোপা জিতেছিলাম। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা আমাদের দলকে প্রভাবিত করেছিল। ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা থাকল।” চন্দ্রকান্ত পন্ডিতের বিদায়ের সাথে সাথে কেকেআর টিম ম্যানেজমেন্ট আসন্ন মৌসুমের জন্য নতুন অধিনায়ক বেছে নিতে চাইবে।

Read More: চন্দ্রকান্ত পন্ডিতের পদত্যাগের পর সামনে এলো KKR’এর নতুন প্রধান কোচের নাম, প্রাক্তন অধিনায়ক পাচ্ছেন দায়িত্ব !!

এবারের আইপিএলে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) কলকাতা নাইট রাইডার্স দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে সেভাবে কোনো ভালো ফল পায়নি নাইট রাইডার্স দল। এবারের আইপিএলে নাইট রাইডার্স দল ১৪ ম্যাচ খেলে ৫টি জেতে এবং বৃষ্টির কারণে ২ ম্যাচ ভেস্তে যেতে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করে। রাহানের ক্যাপ্টেনসি এবছর আহামরি ছিল না, বোলারদের ঠিক ভাবে ব্যাবহার করতে পারেননি রাহানে। যে কারণে নাইট রাইডার্স দলকে বেশিরভাগ সময় ব্যাকফুটেই থাকতে হয়েছে। ব্যাটসম্যান হিসেবে এবারের আইপিএলে নাইট রাইডার্সের সফল ব্যাটসম্যান ছিলেন রাহানে। তবে, তিনি ক্যাপ্টেন্সির কোনো ছাপ ছাড়তে পারেননি।

নতুন ক্যাপ্টেন বেছে নেবে ফ্রাঞ্চাইজি

Kkr
Ajinkya Rahane | Image: Getty Images

আসন্ন আইপিএলে ক্যাপ্টেনসি থেকে ছাঁটাই হচ্ছেন অজিঙ্কা রাহানে। তবে, এই মৌসুমে বেশ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে চলেছে নাইট রাইডার্স এবং বদলে দিল্লি ক্যাপিটালস দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুলকে (KL Rahul) এবার নিশানা বানাচ্ছে কেকেআর নাইট রাইডার্স। রাহুলকে ট্রেডিং করে দলে শামিল করতে চাইছে নাইট রাইডার্স এবং তাঁর উপরেই গুরুদায়িত্ব তুলে দিতে চাইছে কলকাতা টিম ম্যানেজমেন্ট।

Read Also: দুরন্ত চাল KKR ‘এর, আইপিএলে প্রতারিত এই তারককে দলে দিলো এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *