ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে তার জাতীয় দলে সুযোগ পাওয়া এবং অধিনায়ক হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি তার ক্যারিয়ার আবার প্রতিস্থাপন করেছিলেন। কলকাতা নাইট রাইডার্স’ (KKR) এর হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করলেও মুম্বাই ইন্ডিয়ান্সে এসেই তিনি তার সেরা প্রদর্শনটি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। টিম ম্যানেজমেন্টের নেওয়া সিদ্ধান্ত বদলে দেয় সূর্যের ক্যারিয়ার। তাকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত করে মুম্বাই টিম ম্যানেজমেন্ট, এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সূর্যকুমার যাদবকে। ২০২২ সালে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যানও হয়ে ওঠে সূর্যকুমার।
স্কাইকে দলে ফেরাতে চায় KKR
তবে বিগত কয়েকটি ম্যাচে তার আশানুরূপ পারফরমেন্সের জন্য আপাতত দুই নম্বর স্থানে তিনি নেমে এসেছেন তিনি। তবে খুব শীঘ্রই আবার শীর্ষস্থান দখল করে ফেলবেন তিনি। তবে এই পরিস্থিতিতে একটি খবর সমাজ মাধ্যমে বেশ চর্চায় ফেলে দিয়েছে। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি তার পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরতে চলেছেন, সূত্রের খবর অনুযায়ী ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে দলের তাদের পরবর্তী অধিনায়ক বানাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (KKR) টিম ম্যানেজমেন্ট।
Read More: ৬,৬,৬,৬,৬…কেএল রাহুলের মধ্যে প্রবেশ করলো সূর্যকুমার যাদবের আত্না, ৫১ বলেই হাঁকালেন ২১২ রানের ইনিংস !!
প্রসঙ্গত ২০২৪ সালের আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জয় করে কলকাতা নাইট রাইডার্স। তবে সূর্যকুমার যাদবকে দলের অধিনায়ক হিসেবে পেতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্স এর থেকে ট্রেড করে সূর্যকুমারকে দলে টানতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে সূর্যের বদলি হিসেবে শ্রেয়াস আইআরকে নয় বরং তরুণ তারকা রিঙ্কু সিংকে (Rinku Singh) চাইছে মুম্বাই টিম ম্যানেজমেন্ট। গত দুই বছরে সূর্যকুমার যাদবের পর যদি ভারতীয় দলের কোন ব্যাটসম্যান ভক্তদের মন জয় করে থাকেন তাহলে তিনি হলেন রিংকু সিং।
সূর্যের বদলে রিঙ্কুর দাবি জানালো মুম্বই ইন্ডিয়ান্স
গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশিং করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। রিঙ্কু তারপর থেকে বিস্তর প্রভাব দেখা গিয়েছে, ভারতীয় দলের হয়েও তিনি অভিষেক করে ফেলেছেন। রিংকু আইপিএলরের মঞ্চে ৪৫ ম্যাচে ৩০.৭৯ গড়ে ১৪৩.৩৪ স্ট্রাইক রেটে ৮৯৩ রান বানিয়েছেন। গত বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স একজন ফিনিশারের অভাব বোধ করেছিল সেখানে রিঙ্কু সিং হবেন যোগ্য ব্যক্তি ফিনিশার হিসাবে ম্যাচ মুম্বাইতে ম্যাচ জেতাতে সক্ষম হবেন।