আসন্ন আইপিএল এর আগে এই হতে চলেছে মেগা নিলাম। যার ফলে একাধিক খেলোয়াড়কে ছাটাই করতে পারে তাদের পুরনো ফ্রাঞ্চাইজি। তবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) বর্তমানে খবরের শিরোনামে রয়েছে। কোন চার প্লেয়ারকে তারা রিটেন করবে তা নিয়ে চলছে বাকবিতন্ডা। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স দল খবরের শিরোনামে উঠে এসেছে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল নাইট রাইডার্স নাকি তাদের দলের অধিনায়ক শ্রেয়াস আইআরকে (Shreyas Iyer) ধরে রাখতে চাইছে না। দলকে আইপিএল খেতাব জেতানোর পরেও শ্রেয়াসকে রিটেন লরা নিয়ে নেই কোনো নিশ্চয়তা।
শ্রেয়সের নেতৃত্বে তৃতীয় শিরোপা জিতলো KKR
একদিকে ২০২৪ মৌসুমে দলের মেন্টর রূপে ফিরে এসেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কলকাতা নাইট রাইডার্স এর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন হলেন গাম্ভীর, তার নেতৃত্বে কলকাতা দুটি শিরোপা জয় করেছিল এবং তার পরেই শ্রেয়াস আইয়ারে নেতৃত্বে তৃতীয় ট্রফি আসে কলকাতার ঘরে। তবে এমন একটি মৌসুমে কলকাতা ট্রফি জিতেছে যে তার পরের মৌসুমে সেই দলের একাধিক খেলোয়াড়কে অন্য ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে। প্রসঙ্গত আসন্ন আইপিএলে মেগা নিলামের কারণে চারজন খেলোয়াড়কে ধরে রাখা যাবে এবং দুজন খেলোয়াড়ের জন্য রাইট টু ম্যাচ কার্ড অর্থাৎ আরটিএম ব্যবহার করা যাবে।
Read More: IPL 2025: নিলামের আগেই দুর্দান্ত সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, হার্দিক পান্ডিয়াই থাকছেন দলের অধিনায়ক !!
সূত্রের খবর অনুযায়ী, আসন্ন আইপিএলের আগে কলকাতা দল থেকে ছাটাই করা হবে দলের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানাকে। ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স দলে (KKR) যুক্ত হয়েছিলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) এবং সেই মৌসুমেই দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছিলেন নিতিশ রানা। মুম্বাই ইন্ডিয়ান্সের হাত ধরে রানার আইপিএলের অভিষেক হয়েছিল। এরপর ২০১৮ সালে সূর্য কুমোর যাদবের সঙ্গে তার ট্রেড হয়েছিল ঠিক তখন থেকেই কলকাতা দলের সদস্য রয়ে গিয়েছেন রানা।
নীতিশ রানাকে ছাঁটাই করবে KKR
এরপর শ্রেয়স আইয়ার ২০২৩ সালের আইপিএল এর আগে গুরুতর চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। সেই পরিস্থিতিতে কলকাতা দলকে নেতৃত্ব দিয়েছিলেন রানা। তবে গত মৌসুমে রানার বেশিরভাগ ম্যাচ চোটের কারণে বাইরে বসে কাটাতে হয়েছে। এই পরিস্থিতিতে রানাকে আসন্ন মৌসুমে কলকাতা ফ্রাঞ্চাইজি রিটেন করবে না বলেই জানা গিয়েছে। নীতিশ আইপিএলে ১০৭ ম্যাচের ১০১ ইনিংসে ২৮.৩৪ গড়ে এবং ১৩৫.০৪ স্ট্রাইক রেটে ২৬৩৬ রান বানিয়েছেন।