নিলামে অবিক্রিত থাকা সত্ত্বেও ভাগ্য খুললো শার্দুল ঠাকুরের, KKR দলে নিচ্ছেন গ্র্যান্ড এন্ট্রি !! 1

ভারতের ৩৩ বছর বয়সী তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur) ছিলেন আইপিএল ২০২৫ মেগা নিলামে অবিক্রিত। শার্দূল ঠাকুরের মতন খেলোয়াড়কে কিনতে চায়নি কোনো ফ্রাঞ্চাইজি। তবে এবার তার ভাগ্য খুলে গিয়েছে। এবার তিনি আইপিএলের একটি দলে এন্ট্রি নিতে চলেছেন। প্রসঙ্গত, ২০২৪ সালের আইপিএলে শার্দুল ঠাকুর চেন্নাই সুপার কিংস (CSK) দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এবং সুযোগ পেয়ে বেশ দারুন প্রদর্শন দেখিয়েছিলেন শার্দূল।

এবার আইপিএলের ১৮ তম মরশুমে তাকে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের হয়ে খেলতে দেখা যাবে। আসলে তিনি চোট পাওয়া এনরিক নোকিয়ার (Anrich Nortje) জায়গায় দলে সুযোগ পাবেন। জানা গিয়েছে, ২০২৫ সালের আইপিএল নিলামের সময় ৬ কোটি ৫০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি দলে শামিল করেছিল।

Read More: Shardul Thakur: রঞ্জি ট্রফিতে আলোড়ন সৃষ্টি করলেন শার্দূল ঠাকুর, ইংল্যান্ড সিরিজেই ভারতীয় দলে পাবেন ডাক !!

নোকিয়ার বদলে শার্দূল নেবেন এন্ট্রি

Shardul Thakur
Shardul Thakur | Image: Getty Images

কিন্তু বর্তমানে তিনি চোটের কারণে ক্রিকেট থেকে দূরে আছেন এবং সময়মতো সেরে ওঠা তার পক্ষে বেশ কঠিন বলে মনে হচ্ছে। এই কারণে, কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি তাকে সরিয়ে শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) তাদের দলের অংশ করতে পারে। আগেও শার্দূল কলকাতা ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন। শার্দূল ঠাকুরকে ২০২৩ সালে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস দল থেকে ট্রেড করেছিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি।

যদিও, সেই মরশুমে শার্দূল তার প্রদর্শনের সঠিক মূল্য দিতে পারেননি। তবে চলতি সময়ে রঞ্জি ট্রফিতে আলোড়ন সৃষ্টি করেছেন শার্দূল ঠাকুর। রঞ্জিতে বেশ ভালো অলরাউন্ডিং প্রদর্শন দেখাচ্ছেন শার্দূল। আপাতত শার্দূলের ব্যাট থেকে ১টি শতরান ও ২টি অর্ধ- শতরানের বিনিময়ে ৩৯৬ রান দেখা গিয়েছে। পাশাপশি বল হাতে ৮ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন। এমনকি সৈয়দ মুস্তাক আলিতে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। তার এই অলরাউন্ডিং প্রদর্শন নজর কেড়েছে নেটিজেনদের।

শার্দূল ঠাকুরের আইপিএল ক্যারিয়ার

Shardul thakur
Shardul Thakur | Image: Getty Images

৩৩ বছর বয়সী শার্দুল ঠাকুর এখন পর্যন্ত ৯৫টি আইপিএল ম্যাচের ৯২ ইনিংসে ৯৪টি উইকেট নিয়েছেন। ৩৬ রান দিয়ে একবার ৪ উইকেট নিয়েছিলেন যা তার সেরা প্রদর্শন। এছাড়া ব্যাট হাতে ১৩৮.৯১ স্ট্রাইক রেটে ৩০৭ রান বানিয়েছিলেন এবং কলকাতা দলে থাকা কালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস বানিয়েছিলেন যেটি তার আইপিএল ক্যারিয়ারের সেরা।

Read Also: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চার বেছে নিলেন শোয়েব, বাদ দিলেন খোদ বিশ্বজয়ীদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *