২০২৪ সালের আইপিএলে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে মেগা ফাইনালে একতরফা পারফরমেন্স দেখিয়ে তৃতীয় আইপিএল শিরোপা জয় করে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএল ২০২৫’ এর নিলামের আগেই উঠে এসেছে আরও একটি আপডেট। জানা গিয়েছে আসন্ন আইপিএলে শাহরুখ খান তার দলের সুপারস্টার আইয়ারকে দল থেকে আউট করতে চলেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের আইপিএলের মঞ্চে কলকাতা দলের হয়ে দুই আইয়ারকে খেলতে দেখা গিয়েছে। সমাজ মাধ্যমে কিছুদিন আগে শ্রেয়স আইয়ারকে নিয়ে ট্রেড করার এটি খবর ট্রেন্ডিংয়ে ছিল। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের বিজয়ী অধিনায়ককে হাতছাড়া করতে চাইবেন না কিং খান। আসন্ন আইপিএলের আগেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম।
দল থেকে বাদ পড়ছেন আইয়ার
আর মেগা নিলামের আগে চারজন প্লেয়ারকে বাছাই করে নিতে হবে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে, সেই সূত্রে কলকাতা দল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), আন্দ্রে রাসেল (Andre Russell), সুনীল নারাইন (Sunil Narine) ও রিংকু সিংকে (Rinku Singh) ধরে রাখতে চাইবে এবং RTM ব্যাববার করে ফিলিপ সল্ট (Philip Salt) ও নীতিশ রানাকে (Nitish Rana) কিনতে চাইবে KKR। তাই জায়গা হারাতে হবে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)।
আইপিএল ২০২৫ থেকে কলকাতা নাইট রাইডার্স দল (KKR) থেকে বিদায় নিতে পারেন আইপিএলের অন্যতম সেরা তরুণ প্রতিভা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ২০২১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে আসছেন ভেঙ্কটেশ। প্রথম বছরেই তার প্রতিভায় মন্ত্রমুগ্ধ হয়ে তাকে ২০২২ সালে মেগা নিলামের আগে তাকে ৮ কোটি টাকায় রিটেন করে কলকাতা ফ্রাঞ্চাইজি। গত দুই মরশুমে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন, ২০২৪ আইপিএলে ১৪ ম্যাচে ৪৬.২৫ গড়ে এবং ১৫৮.৮০ স্ট্রাইক রেটে ৩৭০ রান বানিয়েছিলেন।
ভেঙ্কটেশ আইয়ারকে ছাঁটাই করবে KKR
তিনি অলরাউন্ডার হওয়া সত্ত্বেও কিঞ্চিৎ বোলিং করেন তিনি এবং তার বোলিংয়ে কোনো ধার নেই বললেই চলে। অলরাউন্ডারের ট্যাগ লাগিয়ে তিনি একজন ব্যাটসম্যানের ভূমিকা পালন করছেন এবং নাইট রাইডার্স দলের জায়গা দখল করে রেখে দিয়েছেন। গত মৌসুমে কেবলমাত্র ১ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি এবং এক ওভারেই ২৮ রান দিয়ে ফেলেন তিনি। তার এমন পারফরমেন্সের পর তাকে আর দলে ধরে রাখার ভুল সিদ্ধান্ত নেবে না ফ্রাঞ্চাইজি।