IPL 2026'এর আগেই কোহিনুর হিরে পেলেন KKR মালিক শাহরুখ খান, নিশ্চিত ট্রফি জয় !! 1

২০২৫ আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। শক্তিশালী স্কোয়াড থাকা সত্ত্বেও দলের পারফরম্যান্স ছিল উত্থান-পতনের মধ্য দিয়ে, যার ফলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে একাধিকবার হোঁচট খেয়েছে তারা। ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব এবং বোলিং আক্রমণে নির্ভরযোগ্যতার ঘাটতি পুরো মৌসুম জুড়ে তাদের পিছিয়ে দিয়েছে। ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব ও বোলিং বিভাগে নির্ভরযোগ্যতা না থাকায় পুরো মৌসুম জুড়েই সমালোচনার মুখে পড়ে কেকেআর। সমর্থকদের আশা ভরসা জাগিয়েও শেষ পর্যন্ত তারা পয়েন্ট টেবিলে সন্তোষজনক অবস্থানে শেষ করতে ব্যর্থ হয়। মাঠের ভেতরের এই খারাপ প্রদর্শন এখন কেকেআর ম্যানেজমেন্টের জন্য বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

দায়িত্ব ছেড়েছেন চন্দ্রকান্ত পন্ডিত

Kkr
Chandrakant Pandit | Image: Getty Images

২০২৫ IPL মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর কলকাতা নাইট রাইডার্সে শুরু হয়েছে বড় রদবদল। পারস্পরিক সম্মতিতে দায়িত্ব ছাড়লেন হেড কোচ চন্দ্রকান্ত পাণ্ডিত ও বোলিং কোচ ভারত অরুণ। দলের ধারাবাহিক ব্যর্থতার পর ম্যানেজমেন্ট নতুন দিশা খুঁজছে আগামী মৌসুমের জন্য। এই বিদায় কেকেআরের স্টাফ পরিবর্তনের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। সমর্থকদের আশা, নতুন কোচিং সেটআপের হাত ধরে আবারও চ্যাম্পিয়নদের তালিকায় ফিরবে শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি।

Read More: সিএবি’র অন্দরে চরম ডামাডোল, আর্থিক কারচুপির দায়ে সাসপেন্ড যুগ্ম-সচিব !!

এবার শ্রীলঙ্কান ক্রিকেটের কিংবদন্তি কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (KKR) সাপোর্ট স্টাফে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। ক্রিকেটবিশ্বে এই খবর দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে সমৃদ্ধ অভিজ্ঞতা থাকা সাঙ্গাকারার এই আগ্রহ দলটির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

প্রধান কোচ হচ্ছেন সাঙ্গাকারা

Kkr
Kumar Sangakkara | Image: Getty Images

কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কান জাতীয় দলের হয়ে এক দশকেরও বেশি সময় খেলেছেন এবং উইকেটকিপার-ব্যাটার হিসেবে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন। ২০১৪ সালে তিনি শ্রীলঙ্কাকে টি-২০ বিশ্বকাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অবসরের পর সাঙ্গাকারা ক্রিকেট প্রশাসন ও কোচিং জগতে যুক্ত হন। আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করেছেন, যেখানে তাঁর নেতৃত্বে তরুণ খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছে। সূত্রের দাবি, সাঙ্গাকারা সম্প্রতি KKR ব্যবস্থাপনার সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করেছেন এবং দলের সাপোর্ট স্টাফে যুক্ত হয়ে তাঁর অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান শেয়ার করার প্রস্তাব দিয়েছেন। তিনি ব্যাটিং মেন্টর বা কৌশলগত পরামর্শদাতা হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী।

সাঙ্গাকারা KKR ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তা, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কৌশল এবং ফিনিশিং স্কিল উন্নত করার ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ। KKR–এর বর্তমান ব্যবস্থাপনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে ধারণা করা হচ্ছে যে আসন্ন মৌসুমের আগে সাঙ্গাকারার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে সাঙ্গাকারা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে নতুন এক অনুপ্রেরণা হয়ে উঠবেন। সব মিলিয়ে, কুমার সাঙ্গাকারার এই আগ্রহ যদি বাস্তবে রূপ নেয়, তবে ২০২৫ সালের আইপিএলে KKR ভক্তরা এক ভিন্নমাত্রার দল দেখার সুযোগ পেতে পারেন।

Read Also: এই ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তি পাকা করলো রাজস্থান, পুরোনো দলেই ফিরছেন সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *