KL রাহুলকে যোগ্য সম্মান ফিরিয়ে দিচ্ছেন KKR মালিক শাহরুখ খান, দিচ্ছেন দলের অধিনায়কত্ব !! 1

ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত ও চর্চিত ক্রিকেটার হলেন কেএল রাহুল (KL Rahul)। বিগত কয়েক বছর ধরে তিনি ফর্মের সমস্যায় ভুগছেন এবং ভারতীয় টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন তিনি। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার কেএল রাহুলকে খেলতে দেখা গিয়েছিল। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান কেএল রাহুলকেও আইপিএলে বেশ সমালোচিত হতে দেখা গিয়েছিল। তারকা ব্যাটসম্যান রাহুল গত আইপিএল সিজকনে বেশ ট্রোল হয়েছিলেন। ব্যাট হাতে ফ্লপ হওয়া রাহুল গত আইপিএলে ক্যাপ্টেনসির কারণে বেশ সমালোচিত হয়েছিল। ব্যাক্তিগত কারণে কেএল রাহুল তার পুরানো ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস দল ত্যাগ করেছেন।

লখনৌ ত্যাগ করেছেন রাহুল

ipl-2025-kl-rahul-can-return-to-pbks
KL Rahul | Image: Getty Images

আসলে, আইপিএল ২০২৪’এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ দল। প্রথমে ব্যাটিং করে লখনৌ দল ১৬৫ রান বানাতে সক্ষম হয়েছিল যেটি কেবলমাত্র ৯.৪ ওভারের মধ্যে তাড়া করে ফেলে সানরাইজার্স দল। আর সেই ম্যাচ শেষে মেজাজ হারান লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএল ২০২৫’ এর জন্য ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ্যে আসার আগে কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল। সাক্ষাৎকারের পর সঞ্জীব জানিয়ে দিয়েছিলেন যে কেএল রাহুল সুপার জায়ান্টস পরিবারের অঙ্গ। তবে, সেই রাহুল কিনা পরে লখনৌ ত্যাগ করার কথা ভেবে নিলেন। এবার রাহুলকে নিয়ে ভাবতে শুরু করেছেন কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan)।

Read More: “পাকিস্তান আসছেন না কেন?…” প্রশ্নের মুখে সূর্যকুমার, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলালেন ‘মিস্টার ৩৬০’ !!

KKR দলে এন্ট্রি নেবেন রাহুল

Kl rahul,
KL Rahul | Image: Getty Images

প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স মেগা নিলামের আগে ৬ জন খেলোয়ারকে রিটেন করেছে। দল থেকে ছাটাই হয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইআর। শ্রেয়সের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালের আইপিএল খেতাব জয়লাভ করেছিল। তবে আসন্ন আইপিএলে শ্রেয়াস কলকাতা দলে না খেলার কথা জানিয়ে দেন। নাইট রাইডার্স এর সিইও ভেঙ্কি মাইসোর জানান যে শ্রেয়াস নাকি নিজের দর যাচাই করার জন্য নাইট রাইডার্স ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে কেএল রাহুলকে মনে ধরেছে শাহরুখ খানের, রাহুল একজন অধিনায়ক হিসেবে আইপিএলের মঞ্চে সফল না হলেও তিনি একজন শান্ত স্বভাবের ক্যাপ্টেন যা দলের পক্ষে খুবই উপযুক্ত। সূত্রের খবর, রাহুলকে কিনতে মোটা টাকা খরচ করতে রাজি ফ্রাঞ্চাইজি। রাহুল অধিনায়কত্বের পাশাপাশি ওপেনিং এবং উইকেট রক্ষকের ভূমিকাও পালন করবেন।

Read Also: IPL 2025: হাল ছাড়ছে না দিল্লী, ঋষভ পন্থ’কে ফেরাতে বিপুল অর্থ খরচেও রাজী ফ্র্যাঞ্চাইজি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *