কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর সাবেক অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) আবারও দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে দলকে শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াসকে ছাড়তে হয়েছিল নাইট রাইডার্স দলকে। এমনকি, নিলামের মঞ্চেও শ্রেয়াসকে দলে ফেরাতে চেয়েছিল নাইট রাইডার্স দল। তবে, শ্রেয়াসকে পর্যাপ্ত অর্থ দিয়ে স্কোয়াডে শামিল করতে পারেনি ফ্রাঞ্চাইজি। যে কারণে শ্রেয়সকে অন্য ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে দেখা গিয়েছিল। গত মৌসুমে আইয়ারকে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল। রেকর্ড মূল্যে -২৬.৭৫ কোটিতে শ্রেয়স পাঞ্জাব দলের অংশ হয়ে উঠেছিলেন। তবে, সেই শ্রেয়াসের হাত ধরেই ১১ বছর পর আইপিএল ফাইনালে পৌঁছেছিল পাঞ্জাব কিংস দল। পাঞ্জাব দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আইয়ার। ব্যাট হাতেও ছিলেন রুদ্ধশ্বাস ফর্মে।
নিলামে শ্রেয়স আইয়ারকে কিনতে মোটা টাকা ব্যয় করেছিল পাঞ্জাব

তবে, সেই আইয়ারকে আবার নাইট রাইডার্স দলে ফিরিয়ে আনার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কেকেআর সমর্থকদের মধ্যে। ২০২২ সালের মেগা নিলামে নাইট দলের অংশ ছিলেন শ্রেয়স, খেলেছেন তিনটি মৌসুম। ২০২৩ মৌসুমে পিঠের চোটের কারণে আইয়ারকে পুরো টুর্নামেন্টের বাইরে থাকতে হয়েছিল। সেই সময় নাইটদের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন নিতিশ রানা। এরপর ২০২৫ মৌসুমে সঠিক নেতা খুঁজে পায়নি কেকেআর। নিলামের মঞ্চে ২ কোটিতে দলে শামিল করা অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) অধিনায়কের দায়িত্ব দিয়েছিল ফ্রাঞ্চাইজি।
Read More: “ক্যারিয়ার শেষ করে দিন…”, সঞ্জুকে নিয়ে ছেলেখেলা করায় গম্ভীরকে তীব্র আক্রমণ প্রাক্তন ভারতীয় ওপেনারের !!
আইয়ারের নেতৃত্বে কেকেআর সবসময়ই লড়াকু মনোভাব দেখিয়েছে। ২০২৪ মৌসুমে অসাধারণ প্রদর্শন দেখিয়েছিল নাইট রাইডার্স। ১০ বছর পর শিরোপা জিতেছিল কেকেআর। তাঁর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ট্যাকটিক্যাল দক্ষতা দলকে আগেও একাধিক ম্যাচে জয়ের পথে নিয়ে গেছে। তাই ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট চাইছে, নতুন মরশুমে অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিয়ে তিনি আবারও দলকে স্থিতি দিন। পাশাপাশি, ভারতের জাতীয় দলে তার সাম্প্রতিক পারফরম্যান্সও দুরন্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই দলে ভাইস ক্যাপ্টেনের মতন গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন আইয়ার।
শ্রেয়াসকে দলে ফেরাচ্ছে KKR

খুব শীঘ্রই টি-টোয়েন্টি দলেও দেখতে পাওয়া যাবে আইয়ারকে। মধ্যক্রমে তাঁর ধারাবাহিকতা দলের প্লাস পয়েন্ট। নাইট রাইডার্স দল আসন্ন মৌসুমে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিতে পারে এবং তাঁর বদলে শ্রেয়াসকে আবার দলে ফিরিয়ে আনতে মোরিয়া। ২০২৫ সালের আইপিএলে কেকেআর দলের প্রদর্শন ধারাবাহিক ছিল না। একেরপর এক ম্যাচ হেরে অষ্টম স্থানে অভিযান সমাপ্ত করেছিল কেকেআর। যদি আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোতে চায়, তাহলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।