IPL 2025: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে বৃষ্টির কারণে ভেস্তে যায়। ফলে প্লে অফে পৌঁছানোর লড়াই আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) জন্য অনেকটাই কঠিন হয়ে গেছে। চলতি আইপিএলে ৯ ম্যাচের মধ্য ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে গত বছরের চ্যাম্পিয়নরা। শেষ চারের মহাযুদ্ধে টিকে থাকতে গেলে এখন প্রতিটি ম্যাচেই জয় তুলে নিতে হবে কলকাতাকে। ফলে আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ওপেনার হিসেবে রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) কলকাতার একাদশে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু মাত্র ১ রানে আউট হয়ে গিয়ে সমর্থকদের হতাশ করেছেন। ব্যাট হাতে আন্দ্রে রাসেলও (Andre Russell) একেবারেই ছন্দে নেই। ফলে ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে নতুন করে দল সাজাতে পারেন কর্মকর্তারা।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

দিল্লি ক্যাপিটালস (DC) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)
ম্যাচ নং- ৪৮
তারিখ- ২৯/০৪/২০২৫
ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
Read More: চলতি আইপিএলেই বদলে যাচ্ছে KKR’এর হেড কোচ, অভিষেক নায়ার পাচ্ছেন এই গুরু দায়িত্ব !!
অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

আইপিএলে অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটিং বান্ধব পিচ দেখতে পাওয়া যায়। এই স্টেডিয়ামের বাউন্ডারি ছোট হওয়ায় ব্যাটসম্যানদের দ্রুত রান সংগ্রহ করতে সুবিধা হয়। তবে ম্যাচের প্রথম দিকে পেসাররা কিছুটা সাহায্য পেতে পারেন। শেষ ম্যাচে এই মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬৩ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। এখনও পর্যন্ত অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের মোট ৯৩ টি ম্যাচ সফলভাবে আয়োজন করা হয়েছে। তার মধ্যে ৪৫ টি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৪৭ টি ম্যাচে। ১টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। দিল্লির এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান ১৭০।
কলকাতা নাইট রাইডার্স একাদশের শক্তিশালী দিক-

কেকেআরের ব্যাটিং অর্ডারে একাধিক সমস্যা থাকলেও আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ব্যাট হতে দলকে প্রতিটি ম্যাচেই ভরসা দেওয়ার চেষ্টা করছেন। তিনি চলতি আইপিএলে ৩ টি অর্ধশতরানের সঙ্গে ৯ ম্যাচে সংগ্রহ করেছেন ২৭১ রান। ফলে আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন নাইট অধিনায়ক। অন্যদিকে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৯ ম্যাচের মধ্যে ১১ টি উইকেট সংগ্রহ করে নাইট বাহিনীদের হয়ে দুরন্ত ফর্মে আছেন। এই তারকা স্পিনার যেকোনো সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

ওপেনার: লুভনিথ সিসোদিয়া, সুনীল নারিন,
মিডল অর্ডার: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং,
ফিনিশার: রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল
বোলার: হর্ষিত রানা, চেতন সাকারিয়া, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
উইকেটকিপার: লুভনিথ সিসোদিয়া
ইম্প্যাক্ট প্লেয়ার: অঙ্গকৃষ রঘুবংশী/রহমানুল্লাহ গুরবাজ