IPL 2025: আজ ইডেন গার্ডেন্সে আইপিএলের হাইভোল্টেজ মহারণে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে গুজরাটের হয়ে ব্যাট করতে নেমে শুভমান গিল দুরন্ত ব্যাটিং করে ৫৫ বলে ৯০ রানের ইনিংস লেখেন। এছাড়াও সাই সুদর্শনের ব্যাট থেকে আরও একটি অসাধারণ অর্ধশতরান আসে আজ। এই রানের ওপর ভর করে গুজরাট প্রথম ইনিংসে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে অর্ধ শতরান করে লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে ৩৯ রানে হারের সম্মুখীন হয়েছে কেকেআর।
Read More: CAB’র আর্জিতে ‘সায়’ BCCI’এর, ইডেনে নিষিদ্ধ হলেন দুই ধারাভাষ্যকার !!
ব্যর্থ হলেন রহমানউল্লাহ গুরবাজ-

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে আসেন সুনীন নারিন ও রহমানউল্লাহ গুরবাজ। উল্লেখ্য গুরবাজ আজ এই বছর আইপিএলে প্রথম কলকাতার একাদশে জায়গা পেয়েছিলেন। কিন্তু তিনি ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। প্রথম ওভারেই মহম্মদ সিরাজ তার সরাসরি উইকেট উড়িয়ে দেন। এর ফলে ৪ বলে মাত্র ১ রান করে মাঠ ছাড়েন এই আফগান তারকা। অন্যদিকে সুনীল নারিনও আজ ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৭ রান। রশিদ খানের করা বলে।
রাহানের অর্ধশতরান-

এইরকম পরিস্থিতিতে ৩ নম্বরে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে মরিয়া লড়াই চালান। নাইট বাহিনী একের পর এক উইকেট হারিয়ে ফেললেও অধিনায়ক একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ তার ব্যাট থেকে ৩৬ বলে ৫০ রান আসে। তিনি ম্যাচে ৫ টি চার এবং ১ টি ছয় মেরেছেন। অন্যদিকে ১৩ তম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে জস বাটলারকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন রাহানে।
হাতাশ করলেন রাসেল-
গুজরাটের বিপক্ষে আজ আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলবেন বলে সমর্থকরা মনে করেছিলেন। কিন্তু এই ক্যারিবিয়ান তারকা আজও ব্যাট হাতে সম্পূর্ণ পরাস্ত হন। গুরুত্বপূর্ণ সময় রশিদ খানের করা বল জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে বসেন রাসেল। ফলে তিনি ১৫ বলে মাত্র ২১ রান করে মাঠ ছাড়েন। অন্যদিকে রিঙ্কু সিং ১৪ বলে ১৭ রান এবং অঙ্গকৃষ রঘুবংশী ১৩ বলে অপরাজিত ২৭ রান করলেও তা ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। ফলে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৯ রানে হারের সম্মুখীন হলো নাইট বাহিনী। ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এবং রশিদ খান ২ টি করে উইকেট সংগ্রহ করেন। একটি করে উইকেট পকেটে পুরেছেন মহম্মদ সিরাজ, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দর এবং ইশান্ত শর্মা।