IPL 2015: এই বছর মেগা নিলামে একাধিক তারকা ক্রিকেটার রেকর্ড দামে ফ্রাঞ্চাইজগুলিতে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। তবে তাদের মধ্যে সমর্থকদের হতাশ করেছেন অনেকেই। ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে (Rishabh Pant) দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কিন্তু এই তারকা ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে দলকে প্লে অফে জায়গা করে দিতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) একাধিক তারকা ক্রিকেটারকে মেগা নিলামের মাধ্যমে দলে জায়গা দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে অনেকেই দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। এবার তাই নাইট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন।
Read More: IPL 2025: মরণবাঁচন ম্যাচের আগে আহত KL রাহুল, আশঙ্কার কালো মেঘ দিল্লী ক্যাপিটালস শিবিরে !!
তারকা ব্যাটসম্যানকে ছাড়ছে কেকেআর-

গত বছর আইপিএলে (IPL 2025) তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই দলের হয়ে নকআউট পর্বে বিধ্বংসী ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ফাইনালে তার ব্যাট থেকে একটি অপরাজিত অর্ধশতরান এসেছিল। ফলে এই বছর আইপিএলের মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে আইয়ারকে দলে নেয় কলকাতা। কিন্ত এই তারকা ব্যাটসম্যানের ওপর দল ভরসা করলেও তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে ব্যাটিং অর্ডারকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছিলেন। এর ফলে কেকেআর (KKR) ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে। ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) চলতি মরসুমে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান সংগ্রহ করেছেন। ফলে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশের বাইরে ছিলেন এই তারকা। সূত্র অনুযায়ী ২০২৬ আইপিএলের আগেই ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ছেড়ে দিতে চাইছে নাইট বাহিনী। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে সরাসরি ছেড়ে দেওয়া হবে বা অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে এই ক্রিকেটারকে লেনদেন করা হবে বলে মনে করা হচ্ছে।
বাদ যাবেন প্রধান কোচও-

গত তিন বছর ধরে কোলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)। তিনি কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে সফল হলেও আইপিএলে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। গত বছর মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে দলকে ট্রফি এনে দিলেও চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakant Pandit) অবদান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ফলে ২০২৬ আইপিএলের (IPL 2026) জন্য নতুন ভাবি দল গোছাতে চাইছে নাইট কর্মকর্তারা। চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakant Pandit) বদলে একজন দক্ষ ব্যক্তিকে এই পদের জন্য নির্বাচন করা হবে। ইতিমধ্যেই ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারকে (Abhishek Nayar) নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তিনি বর্তমানে নাইটদের কোচিং সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও ইয়ন মর্গ্যান (Eoin Morgan) কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পেতে পারেন বলেও অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন।