এই বছর আইপিএলের (IPL 2025) মেগা নিলামের মাধ্যমে ঘটেছিল একাধিক বড়ো বড়ো পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজিগুলি লাভবান হয়েছে। তবে বেশ কিছু কর্মকর্তা সেরা দল বাছাই করতে একাধিক ভুল করেছেন। এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) বেছে নেওয়া হয়েছিল। তার নেতৃত্বে দল প্লে অফেই পৌঁছাতে পারিনি। এবার আগামী মরসুমের জন্য সঞ্জু স্যামসনের (Sanju Samson) মতো তারকাকে দলে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে আনতে দলকে এই গুরুত্বপূর্ণ সদস্যকে হারাতে হবে।
Read More: “প্রশংসা করি নি বলে…” বিস্ফোরক অভিযোগ ইরফান পাঠানের, আঙুল তুললেন রোহিত শর্মা’র দিকে !!
নাইট শিবিরে সঞ্জু-

সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোট সমস্যার মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই বছর আইপিএলের (IPL 2025) যাত্রাপথ। সমস্ত কিছু প্রতিবন্ধকতা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন ব্যাট করার সময় পাঁজরে চোট পান। তারপর এই তারকা ব্যাটসম্যান বেশ কিছু ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন। এর ফলে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সূত্র অনুযায়ী এই কারণে বর্তমানে দলের সঙ্গে সঞ্জুর (Sanju Samson) দূরত্ব তৈরি হয়েছে।
২০২৬ আইপিএলে (IPL 2026) তাকে নতুন দলে দেখা যাবে বলে খবর সামনে এসেছিল। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই তারকা ব্যাটসম্যানকে নেওয়ার জন্য আগ্রহ দেখালেও পরিস্থিতির পরিবর্তন হয়। রাজস্থান (RR) সঞ্জুর (Sanju Samson) বদলে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বা শিবম দুবের (Shivam Dube) মতো গুরুত্বপূর্ণ সদস্যকে চেয়েছিল। এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে চেন্নাই কর্মকর্তারা। ফলে সূত্র অনুযায়ী এখন সঞ্জুর কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দেওয়ার বিষয়টি শুধু সময়ের অপেক্ষা।
ছাড়তে হচ্ছে তারকা ব্যাটসম্যানকে-

কলকাতার নাইট রাইডার্স (KKR) ২০২৬ আইপিএলে (IPL 2026) অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বেছে নিতে চাইছে। এর সঙ্গেই এই তারকা নাইট শিবিরে যোগ দিলে উইকেটকিপার ব্যাটসম্যানের সমস্যাটিও সমাধান হয়ে যাবে। কিন্তু নিজেদের পুরনো এই সদস্যকে ফিরিয়ে আনতে হলে কলকাতাকে (KKR) অনেকটাই মূল্য দিতে হবে। সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালস (RR) সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে গতবারের চ্যাম্পিয়নদের অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) বা রমনদীপ সিংকে (Ramandeep Singh) দলে চাইছে।
এই দুই ক্রিকেটার কলকাতার হয়ে আইপিএলে সুযোগ পেয়ে নিজেদের পরিচয় তৈরি করেছেন। এই বছর আইপিএলে (IPL 2025) অঙ্গকৃষ (Angkrish Raghuvanshi) দলের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১২ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩০০ রান। রমনদীপ সিংও (Ramandeep Singh) ফিনিশার হিসেবে নাইটের অন্যতম তারকা হয়ে উঠেছেন। আইপিএলে তার ব্যাটিং স্ট্রাইক রেট ১৫৮ রানের বেশি। দুজনের মধ্যে একজনকে ছাড়ার বিষয়ে প্রায় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কলকাতা।