IPL 2025: এই বছর আইপিএলের লিগ পর্বে আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি আছে। ফলে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), গুজরাট টাইটান্স (GT,), পাঞ্জাব কিংস (PBKS) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (MI) জায়গা করে নিয়েছে। অন্যদিকে শেষ চারের লড়াইয়ে পৌঁছাতে না পেরে তীব্র সমালোচনার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। গত বছরের চ্যাম্পিয়ন দলকে এই বছর টুর্নামেন্ট জুড়ে ফ্যাকাশে দেখাচ্ছিল। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মুখ থুবড়ে পড়ে কলকাতা। একাধিক তারকা ক্রিকেটার দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। এবার দীর্ঘদিনের এই যোদ্ধাকে ছেড়ে দিতে চলেছেন নাইট কর্মকর্তারা।
Read More: IPL 2025: বাইশ গজে ডাহা ফেল ঋষভ পন্থ, আর বয়ে বেড়াতে রাজী নয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!
বাদ যাচ্ছেন এই নাইট তারকা-

এই বছর আইপিএলের দীর্ঘদিনের সদস্য দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল (Andre Russell) এবং সুনীল নারিনকে (Sunil Narine) ধরে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত বছর নারিন ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাসেল ১৫ ম্যাচে ২২২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১৯ টি উইকেট তুলে নেন। কিন্তু চলতি আইপিএলে আন্দ্রে রাসেল (Andre Russell) দলকে সেইভাবে সাহায্য করতে পারেননি। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার কারণে বারবার সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে ১২ ম্যাচে মাত্র ১৬৭ রান তুলে নিতে সক্ষম হয়েছেন তিনি। অন্যদিকে শিকার করেছেন মাত্র ৮ টি উইকেট। ফলে ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকাকে ২০২৬ আইপিএলের আগেই ছেড়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করতে নাইট (KKR) কর্মকর্তারা। অন্যদিকে আন্দ্রে রাসেলের (Andre Russell) বিকল্প ক্রিকেটারকেও খোঁজা শুরু করেছে নাইট রাইডার্স। কোনো উদিয়মান তরুণ অলরাউন্ডারকে এনে চমক দিতে চাইছেন তারা।
ধারাবাহিকভাবে ব্যর্থ কেকেআর-

এই বছর নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে আইপিএলে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু তারা উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষেই হারের সম্মুখীন হয়। প্রথম ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে আজিঙ্কা রাহানে লড়াই চালালেও বর্তমানে ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ব্যাটিং অর্ডারে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ছাড়া কেউ ধারাবাহিকভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহানে ৩৭৫ রান সংগ্রহ করেছেন। লিগ পর্বে আর কলকাতার মাত্র ১ টি ম্যাচ বাকি রয়েছে। এই নিয়মরক্ষার ম্যাচে ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে মাঠে নামবে নাইট বাহিনী।