কলকাতা নাইট রাইডার্স দলের কাছে গৌতম গম্ভীর (Gautam Gambhir) হলেন একজন লাকি চাৰ্ম। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব সামলানোর পরে দলের বেশ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। শেষবার ২০১৪ সালে গৌতম গাম্ভীরের নেতৃত্বেই শিরোপা অর্জন করেছিল কলকাতা নাইট রাইডার্স, এরপর দীর্ঘ ১০ বছর কলকাতা কেবলমাত্র একটি বারের জন্যই আইপিএল ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তবে সেই ফাইনালে কলকাতার কাছে বড় সুযোগ থাকলেও তারা আইপিএল ফাইনাল জিততে ব্যর্থ হয়েছিল।
এরপর গৌতম গাম্ভীরকে (Gautam Gambhir) ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মেন্টর হিসেবে ফিরিয়ে নিয়ে আসে আর। গাম্ভীরের সঙ্গে কাজ করেই কলকাতা তাদের তৃতীয় খেতাব জয়লাভ করে। চলতি সময় গাম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ যে কারণে আইপিএলে তিনি মগজমারী করতে পারবেন না। গাম্ভীরকে না পেয়ে কলকাতা দলের মেন্টর হয়েছেন ডুয়েন ব্রাভো। তবে মেন্টর হিসেবে ইতিমধ্যে বেশ ভুল করতে শুরু করে দিয়েছেন।
১. ভুল খেলোয়াড়কে রিটেন করা
আইপিএল নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে ছয় জন করে খেলোয়াড়কে ধরে রাখার আদেশ দেওয়া হয়েছিল ফ্রাঞ্চাইজির কাছে। সেই অনুযায়ী এই মৌসুমে কলকাতা ফ্রাঞ্চাইজি রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল (Andre Russell), সুনীল নারায়ন (Sunil Narine), বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা (Harshit Rana) এবং রমনদীপ সিংকে ধরে রেখেছিল। তবে এখানেই ভুল করে যায় কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। কলকাতা দুজন আনক্যাপ্ড খেলোয়াড়কে রিটেন করেছিল, তবে নিলামের মঞ্চে তাদেরকে স্বল্প মূল্যেই পেয়ে যেতে পারতো। নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ১০-১২ কোটি টাকায় রিটেন করলে নিলামের মঞ্চে সল্ট (Philip Salt) বা কেএল রাহুলকেও (KL Rahul) দলে শামিল করতে পারতো ফ্রাঞ্চাইজি। অন্যদিকে আনক্যাপ্ড খেলোয়াড় রানা বা রমনদীপকেও কম টাকাতে দলে শামিল করতে পারতো।
২. নিলামের মঞ্চে অতিরিক্ত অর্থ ব্যয়
এবার নিলামের মঞ্চে অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন কলকাতা নাইট রাইডার্স (KKR)। কলকাতার কাছে নিলামের আগে মোট ৫১ কোটি টাকা বেঁচে ছিল। এই অর্থ দিয়ে একটি পরিপক্ক দল তৈরি করার দায়িত্ব ছিল ব্রাভো-ভেঙ্কি মাইসোরদের উপরে। তবে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের স্কোয়াডের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে বেশ কিছু গলদ এখনো রয়ে গিয়েছে। যদিও গতবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলটি খাতা-কলমে বেশ শক্তিশালী ছিল। তাই, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) খেলোয়াড় বাছাই করার ক্ষমতা ব্রাভোর তুলনায় অনেকটাই ভালো। বেশিরভাগ সময়তেই গৌতম গাম্ভীরকে কলকাতা টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিজের দল বাছাই করতেও দেখা গিয়েছিল, যেখানে ব্রাভোকে দেখে মনে হচ্ছিল কোনো পরিকল্পনা ছাড়াই মাঠে নেমেছে KKR।
৩. একাধিক ম্যাচ উইনারকে মুক্তি
কলকাতা নাইট রাইডার্স তাদের একাধিক ম্যাচ উইনারকে মুক্তি দিয়েছে। প্রথমে ক্যাপ্টেন শ্রেয়াস আইআরকে (Shreyas Iyer) দলে টানতে ব্যর্থ হয় দল। এরপর মিচেল স্টার্ক (Mitchell Starc) এর জন্যও বেশ সময় ধরে নিলামে বিডিং করার পর তাকে ছেড়ে দেয় দল। দলের গত বারের তারকা ওপেনার ফিলিপ সল্টকে শামিল করতে ব্যর্থ হয়েছে কলকাতা। তাছাড়া, গত ৭ বছর ধরে দলের মিডিল অর্ডার সামলানো নীতিশ রানাকেও (Nitish Rana) কেনেনি কলকাতা, দলের এই চিন্তাধারা বোধগম্য হয়নি ভক্তদের। নিলামের মঞ্চে গৌতম গম্ভীর (Gautam Gambhir) বসলে ম্যাচউইনারদের জন্য শেষ পর্যন্ত লড়াই চালাতেন।