পাঞ্জাবের বিরুদ্ধে চমক দিচ্ছে KKR, BCCI-এর কাছে চাইলো অনুমতি !! 1

ব্যাক টু ব্যাক ম্যাচ হারার পর কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের পরবর্তী লক্ষ হল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়লাভ করার। এবারের আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কেবলমাত্র তিনটি ম্যাচ জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে নেমে এসেছে। তাদের পক্ষে এই মৌসুমের প্লে-অফে পৌঁছানো বেশ কঠিন বলেই মনে হচ্ছে। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতার জন্য মরিয়া হয়ে লড়াই চালাবে কলকাতা নাইট রাইডার্স। তবে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছেই বড় অনুমতি চেয়ে বসল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।

সম্প্রতি, পহেলগাঁওয়ের ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশ স্তব্ধ। পর্যটক, বিশেষ করে হিন্দু পর্যটকদের উপর যে নারকীয় জঙ্গি হামলা হয়েছে তা নিয়ে ফুঁসছে গোটা দেশ। আর এই মর্মান্তিক ঘটনার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে গোটা দেশ। যার কারণেই দেশবাসীর পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছে হয়েছে ভারত সরকারকে। গত ২৩ এপ্রিল আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন খেলায় কোন প্রকার উৎসবের আয়োজন করা হয়নি, মাঠে ছিল না কোন চেয়ারলিডার, এমনকি ম্যাচ শেষে ফাটানো হয়নি কোন আতশবাজি। খেলা শুরু হওয়ার আগে পালন করা হয়েছিল এক মিনিটের নীরবতা। পাশাপাশি উভয় দল ও আম্পায়াররা এদিন কালো আর্ম ব্যান্ড পরিধান করেছিল পহেলগাঁওয়ের প্রাণ হারানো সেই পর্যটকদের উদ্দেশ্যে।

Read More: বন্ধ হচ্ছে না ভারত-পাকিস্তানের ম্যাচ, তবে কি ICC’র কাছে মাথানত করলো বিসিসিআই !!

BCCI-এর কাছে অনুমতি চাইলো KKR

Ipl 2025, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

এবার কলকাতা নাইট রাইডার্স (KKR), পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পহেলগাঁওয়ের ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণে কালো আর্ম ব্যান্ড পরিধান করে মাঠে নামার অনুমতি চেয়েছে। সাথে বোলাররা উইকেট পাওয়ার পর সেলিব্রেশন করবেন না। যদিও এখনো পর্যন্ত এই খবরের আনুষ্ঠানিক কোন নিশ্চয়তা আসেনি বিসিসিআইয়ের পক্ষ থেকে। শুধু তাই নয় পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার ম্যাচে ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে আসছে না খান পরিবারের সদস্যদের কেউই। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হওয়ার কথা ছিল শাহরুখ খানের দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানের। তবে তারা এদিন মাঠে থাকবে না বলেই জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত শনিবারই কলকাতায় একটি অনুষ্ঠানে আসার কথা ছিল আরিয়ান ও সুহানার। ডায়াভল (D’YAVOL) নামক সেই সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের। তারপরেই তারা ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং রেড চিলিজের তরফে জানানো হয়েছে, পহেলগাঁওয়ের ঘটনায় মর্মাহত শাহরুখ ও তাঁর পরিবার। তাই শনিবার কলকাতায় আসছেন না আরিয়ান ও সুহানা দুজনের কেউই।

Read More: IPL 2025: ডি কক বা গুরবাজ বাদ, KKR-এর হাল ফেরাবেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *