IPL 2025: এই বছর আইপিএলে ঘরের মাঠে আধিপত্য বিস্তার করতে পারেনি একাধিক শক্তিশালী দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ৩ টে ম্যাচেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হারের সম্মুখীন হয়েছে। চেন্নাই সুপার কিংসও (CSK) চেপকের পিচে খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে ইডেন গার্ডেন্সে পিচ কিউরেটর সংঘাত যেন শেষই হচ্ছে না। তবে ইডেন গার্ডেন্সে ম্যাচ হারের পিছনে আসাল কারণ এবার সামনে এসেছে। যা নিয়ে চর্চা চলছে নাইট সমর্থকদের মধ্যে।
Read More: IPL 2025: “যেন ছুটি কাটাতে এসেছে…” শেহবাগের নিশানায় ম্যাক্সওয়েল, তুলোধোনা করলেন লিভিংস্টোনকেও !!
নাইট কর্মকর্তাদের উদাসীনতা-

সোমবার কলকাতা নাইট রাইডার্স (KKR) ইডেন গার্ডেন্সে শক্তিশালী প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচের আগে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ৪ রানে হারের সম্মুখীন হয় নাইট বাহিনী। ম্যাচের পরে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “পিচ নিয়ে আমি কোনো কথা বলবো না। বললেই ঝামেলা শুরু হয়ে যাবে। পিচ কিউরেটর ইতিমধ্যেই অনেক প্রচার পেয়েছেন।” ফলে মনে করা হচ্ছিল কলকাতার (KKR) কর্মকর্তারা পরবর্তী ম্যাচে জন্য ইডেন গার্ডেন্সের পিচ কেমন হবে তা নিয়ে কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukherjee) সঙ্গে আলোচনা করে একটি সমাধান সূত্র বার করবেন। কিন্তু সূত্র অনুযায়ী গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ম্যাচের আগে কেকেআর কর্মকর্তাদের থেকে কোনো বার্তা পাইনি ইডেন গার্ডেন্সের পিচ পর্যবেক্ষকরা। পিচে কিছুটা স্লো-টার্ন দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু নাইট বাহিনীদের (KKR) এই উদাসীনতা তাদের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
চলতি আইপিএলে নাইটদের পারফর্মেন্স-

ইডেন গার্ডেন্সের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বিপক্ষে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলে মাঠে নেমেছিল। সেই ম্যাচে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল ৭ উইকেটে হারের সম্মুখীন হয়। এরপর দ্বিতীয় ম্যাচে রাজস্থানের (RR) বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে নাইট বাহিনী। কিন্তু তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে আবারও তারা ৮ উইকেটে পরাজিত হয়। অন্যদিকে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে মাত্র ১১১ রান তাড়া করতে নেমে ১৬ রানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছেন আজিঙ্কা রাহানে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স (KKR) ৭ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের মুখোমুখি হয়েছে। ফলে ৬ পয়েন্ট এবং +০.৫৪৭ নেট রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেকেআর।