ট্রফি জয়ের লড়াইয়ে এই রাজনীতিবিদের ছেলে ঝড় তুলবে, নিলামের মঞ্চে মস্ত বড় চাল KKR’এর !! 1

মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল ২০২৬’ এর মিনি নিলামে (IPL Auction 2026) সবচেয়ে আলোচিত দলগুলির অন্যতম ছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ততার মধ্যেই দিন কাটিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। নিলামের মঞ্চে সর্বোচ্চ ৬৪.৩০ কোটি টাকার পার্স হাতে নিয়েই অভিযান শুরু করেছিল কেকেআর। অভিষেক নায়ার (Abhishek Nayar) ও ভেনকি মাইসরের জুটি এবারের আইপিএলে অসাধারণ দল নির্বাচন করেছে বলেই ভক্তদের অনুমান। নিলামের মঞ্চে কেকেআর মোট ১৩ জন ক্রিকেটারকে দলে টেনে আসন্ন মরশুমের জন্য তাদের স্কোয়াড আরও মজবুত করেছে। এদিন নিলামের বড় চমক ছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল ক্যামেরন গ্রীন এবারের আইপিএলে সবথেকে বেশি দাম পাবেন এবং তিনি কেকেআরেই যাবেন। নিলাম শুরু হতেই ক্যামেরন গ্রীনকে ২৫.২০ কোটির বিশাল অঙ্কে দলে ভেড়ায় নাইট রাইডার্স দল। চেন্নাই সুপার কিংসের সঙ্গে নিলামের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্যামেরন গ্রীনকে জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)।

পাপ্পু যাদবের পুত্র KKR দলে হলেন শামিল

Kkr
Sarthak Rajan | Image: Twitter

এমনকি ১৮ কোটিতে মাতিসা পথিরানাকে স্কোয়াডে শামিল করে নিয়েছে কেকেআর। আইপিএল ইতিহাসে বিদেশি ক্রিকেটারের দামের তালিকায় এই ক্রয় নয়া নজির গড়েছে। তবে নিলামের আলোচ্য নামগুলির মধ্যে উঠে এসেছে আরেক তরুণ প্রতিভার নাম – সার্থক রঞ্জন। স্বাধীন সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবের পুত্র হলেন এই সার্থক। তাকে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলতে দেখা যায় তারকা এই ডানহাতি ব্যাটসম্যানকে। তার জন্য এটাই জীবনের সবথেকে বড় সুযোগ হতে চলেছে। ছেলের আইপিএল-এ যাত্রা শুরুতে আবেগপ্রবণ হন পাপ্পু যাদব। এক্স-এ (আগের টুইটার) লিখলেন, “বাধাই হো! খুব ভালো করে খেলো, তোমার প্রতিভায় নিজের পরিচয় গড়ে তোলো। আজ থেকে সার্থক নামেই আমাদের পরিচয় হবে।

Read More: আইপিএলে KKR’কে বয়কটের ডাক, মুস্তাফিজুরকে দলে নিয়ে বিপাকে নাইট বাহিনী !!

দুর্দান্ত ছন্দে রয়েছেন সার্থক

Kkr
Sarthak Rajan | Image: Twitter

২০১৬ সালের জানুয়ারিতে টি-২০-তে, ২০১৭-র ফেব্রুয়ারিতে লিস্ট-এ ক্রিকেটে এবং ২০১৮ সালের নভেম্বরে দিল্লির হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত সার্থক প্রথম শ্রেণীর ক্রিকেটে ২ ম্যাচে করেছেন ২৮ রান। লিস্ট–এ ৪ ম্যাচে তার সংগ্রহ ১০৫, গড় ২৬.২৫; আর টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে করেছেন ৬৬ রান, গড় ১৩.২০। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে অসাধারণ ব্যাটিং করেছেন সার্থক। দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের হয়ে নজর কাড়েন তিনি। ১১ ম্যাচে ৫৫ গড়ে ৪৯৫ রান বানান তিনি, তার ইনিংসে চারটি হাফ সেঞ্চুরি ছিল। এই টুর্নামেন্টে তার সর্বোচ্চ স্কোর ছিল ৮২। এমনকি তিনি টুর্নামেন্ট জুড়ে ৫৬টি চার ও ১৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।

Read Also: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *