IPL 2025: প্লে অফের লড়াইয়ের শেষ কয়েকটি ম্যাচ এখন জমজমাট হয়ে উঠেছে। সোমবার হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালসের (SRH vs DC) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে দুরন্ত শুরু করে প্যাট কামিন্সের দল। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ চারের লড়াই থেকে ছিটকে গেছে। অন্যদিকে এই ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে কপাল খুললো কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। প্লে অফের দৌড়ে অনেকটাই সুবিধা পেল তারা।
Read More: IPL-এর মাঝেই ‘প্রাণনাশের’ হুমকি পেলেন মোহম্মদ শামি, হলেন পুলিশের দ্বারস্থ !!
সুবিধা পেলো নাইট শিবির-

হায়দ্রাবাদের মাটিতে দিল্লি ক্যাপিটালস (DC) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। প্যাট কামিন্স (Pat Cummins) প্রথম থেকেই ম্যাচে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া ছিলেন। অরেঞ্জ আর্মিদের বোলিং আক্রমণে সামনে দিল্লির হয়ে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) এবং আশুতোষ শর্মা লড়াই চালান। এর ফলে তারা প্রথম ইনিংসে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে বৃষ্টির কারণে ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যায়। যথাক্রমে ১ টি করে পয়েন্ট পেয়েছে দুই দল। এর সঙ্গেই হায়দ্রাবাদের (SRH) প্লে অফের স্বপ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাপের মুখে পড়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে জয় তুলে নিলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে যেত অক্ষর প্যাটেলের (Axar Patel) দল। ফলে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) প্লে অফের দৌড়ে অনেকটাই লড়াই করতে হতো। বর্তমানে দিল্লি ১১ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয়লাভ করে মোট ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স ১১ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে মোট ১১ পয়েন্ট নিজের দখলে রেখেছে। পরবর্তী ম্যাচে জয় পেলেই আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল দিল্লিকে পয়েন্ট তালিকায় ধরে ফেলবে। ফলে বলাই যায় পথ এখনও কঠিন হলেও দিল্লি বনাম হায়দ্রাবাদের ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে নাইটদের অনেকটাই আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
ঘুরে দাঁড়িয়েছে কলকাতা-

এই বছর আইপিএলে প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ভক্তদের মনে আশা জাগাতে পারেনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হেরে যাত্রা শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই হারের সম্মুখীন হয় নাইট বাহিনী। তবে শেষ দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে কেকেআর। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নাইটদের (KKR) ম্যাচ ইডেন গার্ডেন্সে শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিল। মাত্র ১ রানে জয় তুলে নেয় কলকাতা। তবে উল্লেখ্যযোগ্য বিষয় হলো রাজস্থানের বিপক্ষে ব্যাট হাতে পুরোনো ছন্দে ফিরে এসেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। তিনি ২৫ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন। ফলে লড়াই করে শেষ চারে জায়গা করে নিতে পারে কলকাতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরবর্তী ম্যাচে আজিঙ্কা রাহানের দল ৭ মে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে মাঠে নামবে।