‘ঘরের ছেলে’ সঞ্জু স্যামসনের (Sanju Samson) সাথে এই মুহূর্তে তলানিতে রাজস্থান রয়্যালসের সম্পর্ক। নেপথ্যে নেতৃত্ব নিয়ে দড়ি-টানাটানি। ২০২১ থেকে রয়্যালস অধিনায়ক কেরলের তারকা। ২০২২-এ তাঁর হাত ধরে ফাইনাল খেলেছে ফ্র্যাঞ্চাইজি। ২০২৪-এও পৌঁছেছে প্লে-অফে। কিন্তু তারপরেও নড়বড়ে সঞ্জুর পায়ের তলার মাটি। সূত্রের খবর অধিনায়কের আসনকে নাকি পাখির চোখ করেছেন তরুণ যশস্বী জয়সওয়াল। দৌড়ে রয়েছেন রিয়ান পরাগ’ও। ইতিমধ্যে গত মরসুমে অধিকাংশ ম্যাচেই কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে দায়িত্বও সামলেছেন অসমের তরুণ। জটিলতা এড়াতে নয়া মরসুমে নতুন দলে নাম লেখাতে চান সঞ্জু (Sanju Samson) । তারকা উইকেটরক্ষক-ব্যাটার কোন দলে যাবেন তা এখনও স্পষ্ট নয়। তবে মিনি নিলামের আগেই সুযোগের সদ্ব্যবহারের লক্ষ্যে রয়েছে নাইট রাইডার্স। সঞ্জু’র জন্য সরাসরি ট্রেডিং-এর প্রস্তাব দিতে পারে তারা।
Read More: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!
KKR-এ দেখা যাবে সঞ্জু’কে ?

২০১৩ সালে সঞ্জু স্যামসনের (Sanju Samson) আইপিএল (IPL) অভিষেক হয়েছিলো রাজস্থান রয়্যালস জার্সিতে। তবে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের আঙিনায় তিনি প্রথম পা কিন্তু রেখেছিলেন নাইট রাইডার্সের (KKR) হাত ধরেই। ২০১২ সালে কলকাতা তাঁকে সামিল করেছিলো স্কোয়াডে। সেই বছর গোটা মরসুম রিজার্ভ বেঞ্চে কেটেছিলো কেরলের ক্রিকেটারের। ১৪ বছর পর তাঁকে আরও একবার বেগুনি-সোনালী জার্সি পরাতে মুখিয়ে রয়েছেন ভেঙ্কি মাইশোর (Venky Mysore), শাহরুখ খান’রা। অষ্টাদশতম মরসুমে অষ্টম স্থানে লীগপর্ব শেষ করেছিলো তিন বারের চ্যাম্পিয়নরা। জোটে নি প্লে-অফের টিকিট। দলগঠনের ক্ষেত্রে যে ভুলচুকগুলি হয়েছিলো তার পুনরাবৃত্তি ২০২৬-এ আর চাইছেন না কলকাতার (KKR) কর্মকর্তারা। সঞ্জুকে (Sanju Samson) ফোকাসে রেখেই আগামী মরসুমের স্কোয়াড বেছে নিতে চান তাঁরা।
আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর যে সঞ্জু’কে (Sanju Samson) পেতে রমনদীপ সিং ও অঙ্গকৃষ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi) রাজস্থানের হাতে তুলে দিতে রাজী রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিনকয়েকের মধ্যেই এই প্রস্তাব দেওয়া হতে পারে জয়পুরের ফ্র্যাঞ্চাইজিকে। কিন্তু সেই প্রস্তাবে ‘রয়্যালস’রা আদৌ রাজী হবে কিনা তা নিয়ে সংশয়ে নাইট ভক্তরাই। যেভাবে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে (Hardik Pandya) ফেরাতে ক্যাশ অনলি ‘ডিল’-এ আস্থা রেখেছিলো মুকেশ আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স, তেমন সঞ্জু’র (Sanju Samson) জন্যও কেবল অর্থের প্রস্তাব দিক কলকাতা (KKR), চাইছেন তাঁরা। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিলো নাইটবাহিনী। এবার নিঃসন্দেহে ছেড়ে দেওয়া হবে তাঁকে। সেই অর্থই ব্যবহার করা হোক সঞ্জু’র জন্য, সোশ্যাল মিডিয়ায় প্রস্তাব দিয়েছেন সমর্থকদের একাংশ।
সঞ্জু’র জন্য ঝাঁপাচ্ছে চেন্নাই’ও-

সঞ্জু স্যামসন’কে (Sanju Samson) পেতে উৎসাহী চেন্নাই সুপার কিংস-ও (CSK)। ইতিমধ্যেই ৪৪ পেরিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৬-এর আইপিএলে তাঁকে আর দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। আগামীর দিকে তাকিয়ে তাই উইকেটরক্ষক-ব্যাটার পজিশনে সঞ্জু’র মত একজন তারকাকে নিতে চাইছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। সূত্রের খবর হলুদ জার্সি গায়ে চাপাতে চান স্যামসন নিজেও। ইতিমধ্যে ট্রেডিং নিয়ে কথাবার্তাও নাকি শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। তবে রাজস্থানের প্রস্তাব খানিক চাপে ফেলেছে চেন্নাইকে। তাদের দলের তিন তারকা ক্রিকেটার শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে যে কোনো একজনকে সঞ্জু’র (Sanju Samson) বদলে চেয়েছে তারা। শেষমেশ কোন দিকে জল গড়ায় সেদিকেই এখন তাকিয়ে সকলে। যদি ট্রেডিং উইন্ডোতে ফয়সালা না হয় সেক্ষেত্রে মিনি নিলামে সঞ্জু’কে নিয়ে চলতে পারে লড়াই।