প্রতি বছর আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চমক দেওয়ার চেষ্টা করে। আগামী মরসুমের আগে তারা আন্দ্রে রাসেল (Andre Russell), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), এনরিখ নোকিয়ার (Anrich Nortje) মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিল। ফলে তারা মিনি নিলামে ঝড় তুলবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। গতকাল নিলামে প্রথমেই ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) দলে নিয়ে চমক দেয় নাইট বাহিনী। এছাড়াও তারা মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তারকা পেসারকে তুলে নিয়ে রীতিমতো চমক দেয়। তবে মিনি নিলামে তারা এমন একজন ক্রিকেটারকে কিনেছে যার জন্য এই ফ্র্যাঞ্চাইজিকে বয়কটের ডাক দিয়েছে ক্রিকেট ভক্তরা।
Read More: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !!
কলকাতায় বাংলাদেশি তারকা-

গতকাল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স মোট ১৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। তাদের মধ্যে রয়েছে ৬ জন বিদেশি তারকা। ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনে রীতিমতো চমক দিয়েছে কলকাতা। এছাড়াও তারা মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে তুলে নিয়েছে। আরও একজন বিদেশি তারকা পেসারকে তুলে নেওয়ার জন্য টার্গেট করে কর্মকর্তারা।
২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তবে মেগা নিলামের আগে তাকে দল ছেড়ে দেয়। এই নিলামে কোনো দল তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। তবে ২০২৬ আইপিএলের মিনি নিলামে এবার কলকাতা মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে। আইপিএল নিলামের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন তিনি। তবে এরপরই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ।
নাইটদের বয়কটের ডাক-

গত বছর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশাল ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনাকে নিজের দেশ ছাড়তে হয়। সরকারের পতন হলে বর্তমানে ভারতের এই প্রতিবেশী দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার মধ্যে রয়েছে। যে কারণে ভারতের সঙ্গে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে স্থগিত হয়ে যায়। অন্যদিকে বর্তমান বাংলাদেশের ভারপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের ভারত বিদ্বেষী মনোভাব বারবার চর্চায় উঠে এসেছে।
এই কারণে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যান করা উচিত বলেও আওয়াজ তুলেছিলেন ক্রিকেট ভক্তরা। এই আবহে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে এবার সমালোচনার মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় কেকেআর’কে বয়কটের ডাক দিয়েছেন অসংখ্য ক্রিকেট ভক্ত। অন্যদিকে অতীতে আইপিএল চলাকালীন জাতীয় দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য মাঝপথেই বাংলাদেশী ক্রিকেটাররা চলে গিয়ে বিতর্কের মধ্যে জড়িয়েছেন। এই বিষয়টি প্রতি বছর ফ্র্যাঞ্চাইজিগুলিকে চিন্তার মধ্যে রাখে। এই বিষয়টি কেন কর্মকর্তারা মাথায় রাখলেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে।