২০২৪-এ তৃতীয় আইপিএল (IPL) ট্রফি জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফাইনালে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে কার্যত গুঁড়িয়ে দিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছিলো বেগুনি-সোনালী শিবির। ক্রিকেটজনতার কুর্নিশ আদায় করে নিয়েছিলো ‘মেন্টর’ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মগজাস্ত্র। তবে দল’কে সাফল্য এনে দেওয়ার পরেও নাইট শিবিরে দীর্ঘস্থায়ী হন নি গম্ভীর। বিসিসিআই-এর ডাকে সাড়া দেন তিনি। বসেন টিম ইন্ডিয়ার কোচের হটসিটে। তাঁর বিদায়ের পর কার্যত বাধ্য হয়েই নয়া মেন্টরের সন্ধানে নামতে হয় ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান’দের। ২০২৫ মরসুমের আগে দায়িত্ব দেওয়া হয় ডোয়েন ব্র্যাভো’কে। তবে প্রত্যাশাপূরণ করতে পারেন নি ক্যারিবিয়ান কিংবদন্তি। অষ্টাদশতম আইপিএলে নাইটরা (KKR) মুখ থুবড়ে পড়ায় ক্ষোভ জমেছে তাঁকে নিয়ে। নয়া মরসুমের আগেই সরানো হতে পারে তাঁকে।
Read More: এশিয়া কাপের আগে বড়ো খবর, দলে ফিরলেন আজিঙ্কা রাহানে !!
পদ খোয়াতে পারেন ব্র্যাভো-

এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থতার সম্মুখীন কলকাতা নাইট রাইডার্স (KKR)। লীগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৫টি জিতেছে তারা। হেরেছে ৭টি’তে। মাত্র ১২ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছ লীগ তালিকার অষ্টম স্থানে। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ হিসেবে মাঠে নেমে প্লে-অফের যোগ্যতাটুকু অর্জন করতে পারে নি বেগুনি-সোনালী শিবির। এই বিপর্যয়ের কারণ কি? বিশ্লেষণ করতে বসে বিশেষজ্ঞরা আঙুল তুলেছেন দল গঠনের দুর্বলতার দিকেই। শ্রেয়স আইয়ার, ফিল সল্ট, মিচেল স্টার্কদের মত ম্যাচ উইনারদের ছেড়ে দেওয়ার যে ‘সাহসী’ সিদ্ধান্ত কলকাতা (KKR) নিয়েছিলো তা ব্যুমেরাং হয়ে ফিরেছে তাদের জন্য, মত তাঁদের। ভেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা কেন খরচ করা হলো ব্যাখ্যা মেলে নি সেই সিদ্ধান্তেরও। নিলামের টেবিলে বসে একের পর এক ‘ভুল’ সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্মকর্তাদের পাশাপাশি কাঠগড়ায় উঠেছেন কোচ ও মেন্টরও।
বিপর্যয়ের দায় কাঁধে নিয়ে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। এবার কি ‘মেন্টর’ ব্র্যাভো’র পালা? রয়েছে জল্পনা। কলকাতা ছাড়াও বিশ্বের নানা প্রান্তে দল রয়েছে নাইট ফ্র্যাঞ্চাইজির। সবক’টিতেই ‘মেন্টর’ হিসেবে নিয়োগ করা হয়েছিলো ব্র্যাভো’কে (Dwayne Bravo)। আইএলটি-২০, মেজর লীগ ক্রিকেটের মত প্রতিযোগিতাতেও ব্র্যাভোর অধীনে আহামরি পারফর্ম্যান্স করতে পারে নি নাইট দলগুলি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্র্যাভো’র বিদায় চেয়ে সরব হয়েছেন তাঁরা। ‘স্যাক ডোয়েন ব্র্যাভো’ ট্রেন্ড চলেছে ট্যুইটারে। আইপিএল কেরিয়ারের অধিকাংশ সময়টা চেন্নাই সুপার কিংসে কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। তাঁর আনুগত্য এখনও হলুদ জার্সির প্রতি, উঠেছে অভিযোগ। চলতি সিপিএল সম্ভবত শেষ সুযোগ ব্র্যাভোর সামনে। মেন্টর হিসেবে দাগ কাটতে না পারলে ২০২৬-এর আইপিএলের আগেই সরতে হবে তাঁকে।
কে হবেন KKR-এর পরবর্তী কোচ ?

চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের পর এই মুহূর্তে ফাঁকাই রয়েছে নাইট রাইডার্স (KKR) কোচের আসন। ডিসেম্বরের মিনি নিলামের আগেই সেই শূন্যস্থান পূরণ করতে চাইবে ফ্র্যাঞ্চাইজি। দিনকয়েক আগে নাম ভাসছিলো ইওন মর্গ্যানের। ইংল্যান্ড কিংবদন্তি বেশ কিছু মরসুম খেলেছেন নাইট জার্সিতে। তাঁর অভিজ্ঞতা দলকে সাহায্য এনে দেবে, আশায় ছিলেন সমর্থকেরা। তবে গতকাল থেকে রাহুল দ্রাবিড়’কে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। রাজস্থান রয়্যালস (RR) প্রশিক্ষকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ‘দ্য ওয়াল।’ নাইট রাইডার্স (KKR) তাঁর জন্য আদর্শ গন্তব্য হতে পারে বলে করছেন অনেকেই। শুধু কোচ নয়, নয়া অধিনায়কও খুঁজছে কলকাতা। গত মরসুমে হতাশ করেছেন অজিঙ্কা রাহানে। তাঁর উত্তরসূরি হিসেবে দু’টি নাম রয়েছে কর্মকর্তাদের রেডারে। দিল্লীর কে এল রাহুল অথবা রাজস্থানের সঞ্জু স্যামসনের মধ্যে যে কোনো একজনকে চাইছেন তাঁরা।