kkr-can-sack-dj-bravo-as-well

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৫ মরসুমে দৌড় শুরু করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এবার লীগ তালিকায় তারা শেষ করে অষ্টম স্থানে। মুখ থুবড়ে পড়ার কারণ কি? বিশ্লেষণ করতে বসে দলগঠনের দুর্বলতার দিকেই আঙুল তুলছিলেন বিশেষজ্ঞরা। ট্রফি জয়ের অন্যতম কারিগর ফিল সল্ট, মিচেল স্টার্কদের নিলামের আগে ছেড়ে দিয়েছিলো নাইটরা। মেগা নিলামে তাঁদের ফেরানোরও বিশেষ চেষ্টা করে নি। সম্পর্ক ছিন্ন করেছিলো ট্রফিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারের সাথেও। বদলে ২৩.৭৫ কোটি টাকা খরচ করা হয় ভেঙ্কটেশ আইয়ারের জন্য। অজিঙ্কা রাহানে, অনরিখ নর্খিয়া, ক্যুইন্টন ডি ককদের তারা দলে নিয়েছিলো ঠিকই, কিন্তু আহামরি পারফর্ম করতে পারেন নি তারা কেউই। নাইটদের (KKR) ব্যর্থতার দায় চেপেছিলো টিম ম্যানেজমেন্টের উপরেই। আঙুল উঠেছিলো কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডোয়েন ব্র্যাভোদের দিকে।

Read More: “জল বইবার জন্য নিয়ে গিয়েছে…” পঞ্চম টেস্টে সুযোগ পেলেন না কুলদীপ যাদব, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

ইস্তফা চন্দ্রকান্তের, অনিশ্চিত ব্র্যাভো’ও-

Umran Malik and DJ Bravo | KKR | Image: Getty Images
Umran Malik and DJ Bravo | Image: Getty Images

২০২৩ মরসুমের আগে কোচ হিসেবে নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। প্রথম বছর সাফল্য আসে নি। তবে দ্বিতীয় মরসুমে ফ্র্যাঞ্চাইজিকে ট্রফি দিয়েছিলেন তিনি। ডাগ-আউটে তাঁর সাথে মেন্টর গৌতম গম্ভীরের জুটি সোনা ফলিয়েছিলো। কিন্তু গম্ভীরের বিদায়ের পরেই বদলে  যায় পরিস্থিতি। মেন্টর ব্র্যাভোর (Dwayne Bravo) সাথে কোচ চন্দ্রকান্তের জুটি সাফল্য পায় নি আইপিএলের (IPL) আঙিনায়। দলগঠন, স্ট্র্যাটেজি নির্বাচনের মত বিষয় নিয়ে সমালোচিত হতে হয় তাঁদের। ইডেনের পিচ নিয়েও একাধিকবার অভিযোগ জানাতে শোনা গিয়েছিলো নাইট টিম ম্যানেজমেন্টকে। বিগত বছরগুলোতে যা কখনও দেখা যায় নি। কোচ পদে চন্দ্রকান্তের মেয়াদ যে ফুরিয়ে আসছে সে আশঙ্কা আইপিএল মরসুম শেষ হওয়ার পরেই করেছিলেন অনেকে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ে গত মঙ্গলবার। ইস্তফা দেন তিনি।

চন্দ্রকান্তের ইস্তফার পর ফোকাসে ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার নিঃসন্দেহে টি-২০’র দুনিয়ায় একজন কিংবদন্তি। কিন্তু নাইট শিবিরের ‘মেন্টর’ হিসেবে তাঁর মার্কশীট বিশেষ ভালো নয়। আইপিএল কেরিয়ারের অধিকাংশটাই চেন্নাই সুপার কিংসে কাটিয়েছেন ব্র্যাভো। তাঁর আনুগত্য এখনও হলুদ জার্সির প্রতি, অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় তাঁকে সরিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন বহু নাইট (KKR) সমর্থক।  ‘স্যাক ডোয়েন ব্র্যাভো’ আজ ট্রেন্ড’ও করেছে এক্স-প্ল্যাটফর্মে।  শুধু আইপিএল নয়, তাঁকে মেজর লীগ ক্রিকেট, আইএলটি-২০’র মত টুর্নামেন্টেও নাইট ফ্র্যাঞ্চাইজিগুলির ‘মেন্টর’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিলো। প্রত্যেকটি টুর্নামেন্টেই হতাশ করেছেন তিনি। কোনো ট্রফিই আসে নি নাইটদের ঝুলিতে। ফলে ২০২৬ মরসুমের আগে তাঁর বিদায়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

নতুন কোচের খোঁজে KKR-

Eoin Morgan | Image: Getty Images
Eoin Morgan | Image: Getty Images

চন্দ্রকান্ত পণ্ডিতের পর কে হবেন নাইট রাইডার্সের (KKR) কোচ? শুরু হয়েছে জল্পনা। এপ্রিল মাসে আইপিএল চলাকালীন নাম ভাসছিলো ইওন মর্গ্যানের। ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক দুই দফায় নাইটদের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটার হিসেবে। ২০২১ মরসুমে তাঁর হাত ধরে ফাইনালও খেলেছিলো বেগুনি-সোনালী ফ্র্যাঞ্চাইজি। ট্যাকটিশিয়ান হিসেবে সুখ্যাতি রয়েছে তাঁর। মর্গ্যানের (Eoin Morgan) আগমনে লাভই হবে দলের, মনে করছেন সমর্থকদের একাংশ। হেড কোচের পাশাপাশি নতুন বোলিং কোচেরও সন্ধান করতে হবে ভেঙ্কি মাইশোর, শাহরুখ খানদের। গত কয়েক বছর দায়িত্বে ছিলেন ভরত অরুণ। কিন্তু সরানো হয়েছে তাঁকেও। নাইটদের দায়িত্ব ছাড়ার পর অবশ্য নতুন চাকরি খুঁজে নিতে বিশেষ সমস্যা হয় নি তাঁর। তিনি বোলিং পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস শিবিরে।

Also Read: ইস্তফা চন্দ্রকান্ত পণ্ডিতের, ব্যর্থতার দায় নিয়েই KKR’কে বিদায় জানালেন ট্রফিজয়ী কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *