নতুন সূচি প্রকাশ্যে আসতেই কপাল খুললো KKR'এর, এই সমীকরণে করবে কোয়ালিফাই !! 1

দীর্ঘ ৯ দিন বাদে আবার শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আপাতত বাঁকি রয়েছে ১৭টি ম্যাচ। ১৩টি গ্রুপ পর্যায়ের ম্যাচের সাথে চারটি প্লে-অফের ম্যাচ বাঁকি রয়েছে। গতকাল বিসিসিআই আইপিএলের বাঁকি ম্যাচগুলোর জন্য সূচি প্রকাশ্যে এনেছে। বাঁকি ম্যাচগুলো খেলার জন্য মোট ছয়টি ভ্যানু বেছে নিয়েছে বিসিসিআই। হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের মাঠে ম্যাচ গুলো করানোর কথা থাকলেও দুই শহরে হবে না কোনো ম্যাচ। গ্রুপ পর্যায়ের জন্য দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই, লখনৌ, ব্যাঙ্গালুরু ও জয়পুর মোট ৬টি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই। এই ছয়টি শহরে হবে বাঁকি ১৩টি ম্যাচ এবং প্লে-অফের জন্য যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই দুটি মুম্বাই এবং আহমেদাবাদে অনুষ্ঠিত হতে পারে। যদিও প্লে-অফের ম্যাচ নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেয়নি বিসিসিআই।

নতুন সূচি প্রকাশ্যে আসতেই কপাল খুললো KKR’এর

Ipl 2025, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

নতুন সূচি প্রকাশ্যে আসতেই কপাল খুলে গেল কলকাতা নাইট রাইডার্স দলের। আসলে, ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হওয়ার পর তাদের প্লে-অফে পৌঁছানোর রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পয়েন্ট তালিকার বিচারে ষষ্ঠ স্থানে আছে নাইট রাইডার্স। ১২ ম্যাচে তারা মোট ৫টি তে জয় পেয়েছে এবং একটি ম্যাচে বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে ১১ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। চলতি আইপিএলে ৫৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলের লড়াইটি মাঝ পথেই বন্ধ হয়েছিল। যে কারণে, মনে করা হচ্ছিল দুই দলকে হয়তো একটি করে পয়েন্ট তুলে দেওয়া হবে। তবে, উভয় দলকে আবার সেই ম্যাচটি খেলতে হবে।

প্লে-অফে পৌঁছাবে KKR

Ipl 2025, kkr
Kolkata Knight Riders | Image: Getty Images

পাঞ্জাব ও দিল্লির আবার লড়াই হওয়ায় লাভ হলো কলকাতা নাইট রাইডার্সের। যদি, দুই দলের খেলা বন্ধ হতো তাহলে দুই দল একটি করে পয়েন্ট পেয়ে যেত এবং দিল্লি যদি ১ পয়েন্ট পেয়ে যেত তাহলে নাইট রাইডার্সের এবারের আইপিএল থেকে কার্যত বিদায় নিতে হবে। যেভাবে পাঞ্জাব কিংস গতদিনে দিল্লির বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং চালাচ্ছিল তাতে পাঞ্জাব হয়তো দিল্লিকে পরাস্ত করতে সক্ষম হতো। তবে, ম্যাচটি না হওয়ায় পুনরায় রাজস্থানের জয়পুরে ২৪মে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের কথা বলতে গেলে, তারা তাদের পরবর্তী ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ১৭ মে খেলবে এবং ম্যাচটি ব্যাঙ্গালুরুতেই অনুষ্ঠিত হবে। তাছাড়া, নাইট রাইডার্স তাদের শেষ ম্যাচটি ২৫মে দিল্লিতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে।

Read Also: IPL 2025: ঘোষিত আইপিএলের দ্বিতীয় দফার সূচি, বাড়তি সুবিধা পেল এই দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *