IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR'কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !! 1

IPL 2025: গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলেও চমক দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছিল। কিন্তু চলতি টুর্নামেন্টে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে তারা সেইভাবে ছাপ ফেলতে পারেননি। ১৩ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে হারের সম্মুখীন হয়ে বর্তমানে প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে নাইট বাহিনী। ফলে বর্তমানে ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছে কেকেআর (KKR)। দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা গুরুত্বপূর্ণ সময় দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। এইরকম ৩ জন ক্রিকেটারদের নিয়ে এখানে আলোচনা করা হলো যাদের কারণে প্লে অফে পৌঁছাতে পারলো না কলকাতা নাইট রাইডার্স (KKR)।

১) ভেঙ্কটেশ আইয়ার

IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR'কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !! 2
Venkatesh Iyer | Images: Getty Images

গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তার ব্যাট থেকে ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচ জয়ী ইনিংস এসেছিল। ফলে এই বছর মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকার বিনিময়ে ভেঙ্কটেশকে (Venkatesh Iyer) কেকেআর (KKR) দলে ফিরেয়ে আনে। কিন্তু তিনি ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই। গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেছেন এই তারকা ব্যাটসম্যান। এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ভেঙ্কটেশের (Venkatesh Iyer) ব্যাট থেকে ১১ ম্যাচে একটি অর্ধশতরানের সঙ্গে মোট ১৪২ রান এসেছে। কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে এই তারকার ধারাবাহিকভাবে ব্যার্থতা নিয়ে চিন্তায় ছিলেন কর্মকর্তারা‌। ভেঙ্কটেশের জন্যেই এই বছর টুর্নামেন্টের প্লে অফে কলকাতা পৌঁছাতে পারেনি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read More: IPL 2025: ইডেনেই হচ্ছে আইপিএলের ফাইনাল, বড়ো ঘোষণা বিসিসিআইয়ের !!

২) সুনীল নারিন

IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR'কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !! 3
Sunil Narine | Images: Getty Images

গত বছর কলকাতা নাইট রাইডার্সের (KKR) চ্যাম্পিয়ন হ‌ওয়ার পিছনে সুনীল নারিনের (Sunil Narine) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলে এই ক্যারিবিয়ান তারকা গত বছর টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন। কিন্তু এই বছর আইপিএলে ওপেনার হিসেবে তিনি বড়ো রান সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। বল হাতেও প্রথমদিকে সেইভাবে ছন্দে ছিলেন না নারিন (Sunil Narine)। এখনও পর্যন্ত তিনি ১১ ম্যাচে ২১৫ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১০ টি উইকেট তুলে নিয়েছেন। এই তারকা অলরাউন্ডারের ওপরে দল অনেকটাই ভরসা করেছিল। ফলে নারিনের ধারাবাহিকভাবে ব্যর্থতা কলকাতার শেষ চারে না পৌঁছানোর অন্যতম প্রধান কারণ বলাই যায়।

১) আন্দ্রে রাসেল

IPL 2025: এই ৩ ক্রিকেটার‌ ডুবিয়েছেন KKR'কে, প্লে অফে পৌঁছাতে পারলো না নাইটরা !! 4
Sunil Narine | Images: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (KKR) দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ সদস্য আন্দ্রে রাসেল (Andre Russell)। ব্যাটিং অর্ডারের নিচের দিকে ফিনিশার হিসেবে এবং পেস আক্রমণকে নেতৃত্ব দিয়ে থাকেন এই ক্যারিবিয়ান তারকা। কিন্তু দুই বিভাগেই এই বছর আইপিএলে হতাশ করেছেন রাসেল (Andre Russell)। ফলে এই ক্রিকেটারের ব্যার্থতাও কলকাতার শেষ চারে পৌঁছানোর স্বপ্ন শেষ করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত আন্দ্রে রাসেল (Andre Russell) এই বছর আইপিএলে ১২ ম্যাচে ১৬৭ রান সংগ্রহ করেছেন। এছাড়াও তিনি এখনও পর্যন্ত ৮ টি উইকেট নিজের দখলে করতে সক্ষম হয়েছেন।

Read Also: IPL 2025: এক ম্যাচের জন্য দুর্দান্ত চাল কলকাতার, হায়দ্রাবাদের এই খেলোয়াড়কে করলো সামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *