IPL 2025: প্লে অফের দরজা বন্ধ KKR'এর, নাইট ভক্তদের চোখের জলেই ফিরতে হচ্ছে রাহানেদের !! 1

IPL 2025: গত বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছিল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মেন্টর হিসেবে যোগ দিয়ে নাইট বাহিনীদের মধ্যে প্রাণের সঞ্চার করেছিলেন। এই বছর আইপিএলের মেগা নিলামের ফলে কেকেআর (KKR) দলে একাধিক পরিবর্তন ঘটেছে। গৌতম গম্ভীর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার কারণে তিনিও বর্তমানে আইপিএল থেকে দূরে রয়েছেন। এই রকম পরিস্থিতিতে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কেকেআর চলতি আইপিএলে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। কার্যত প্লে অফের দৌড়ের যাত্রা শেষ কলকাতার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: চাহাল থেকে বাটলার, এই ৪ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে ভুল করেছে রাজস্থান, বিপক্ষের দলে চালাচ্ছেন তান্ডব !!

সামনে রয়েছে কঠিন প্রতিপক্ষ-

IPL 2025: প্লে অফের দরজা বন্ধ KKR'এর, নাইট ভক্তদের চোখের জলেই ফিরতে হচ্ছে রাহানেদের !! 2
KKR | Image: Getty Images

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে মাঠে নেমেছিল আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলকে ১ টি করে পয়েন্ট দেওয়া হয়েছে। এই কারণে বর্তমানে কলকাতার পয়েন্ট ৭। গত বছরের চ্যাম্পিয়নদের আর চলতি টুর্নামেন্টে ৫ টি ম্যাচ বাকি আছে। এই ৫ ম্যাচের মধ্যে প্রতিটি ম্যাচেই এখন দলের কাছে গুরুত্বপূর্ণ। ফলে চাপের মুখে দাঁড়িয়ে এখন নাইটদের (KKR) ঘুরো দাঁড়ানো প্রায় অসম্ভব। বাকি ম্যাচগুলির মধ্যে সামনে রয়েছে দিল্লি ক্যাপিটালস (DC) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মতো শক্তিশালী প্রতিপক্ষ। দিল্লি ইতিমধ্যেই ৯ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে।‌ ২৯ এপ্রিল ঘরের মাঠে অক্ষর প্যাটেল (Axar Patel) কার্যত কেকেআরদের দাঁড়াতেই দেবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে লিগ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে নাইট বাহিনী।‌ আরসিবি ইতিমধ্যেই ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে। চলতি আইপিএলে অন্যতম শক্তিশালী এই দলের বিপক্ষেও কলকাতার জয় তুলে নেওয়া কার্যত অসম্ভব। উদ্বোধনী ম্যাচেই রজত পাটিদারের (Rajat Patidar) দল ইডেন গার্ডেন্সে নাইট বাহিনীকে ৭ উইকেটে পরাজিত করেছিল।‌

হোম গ্ৰাউন্ডের প্রতিবন্ধকতা-

IPL 2025: প্লে অফের দরজা বন্ধ KKR'এর, নাইট ভক্তদের চোখের জলেই ফিরতে হচ্ছে রাহানেদের !! 3
KKR | Image: Getty Images

বাকি ৫ ম্যাচের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে কলকাতা। ঘরের মাঠে এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে পরাজিত হয়ে যাত্রা শুরু করে নাইট বাহিনী। এরপর একমাত্র হোম গ্ৰাউন্ডে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে জয় পেলেও লখন‌উ সুপার জায়ান্টস (LSG) এবং গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে কেকেআর (KKR)। ইডেন গার্ডেন্সের পিচ থেকে একদমই সুবিধা পাচ্ছেন না আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তিনি এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখে বিতর্কে পর্যন্ত জড়িয়েছেন। উল্লেখ্য ৪ মে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে এবং ৭ মে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে ঘরের মাঠে নামবে কলকাতা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও হোম গ্ৰাউন্ডের পিচ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে যদি ৫ ম্যাচের মধ্যে কলকাতা ৪ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে টিকে থাকে সেই ক্ষেত্রেও নেট রান রেটের ওপর তাদের নির্ভর করতে হবে। বর্তমানে বিধ্বস্ত একাদশ নিয়ে কলকাতা (KKR) আসন্ন ম্যাচগুলিতে বড়ো ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পারবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: অধিনায়কত্ব হারাচ্ছেন ঋষভ পন্থ, এই মারকুটে তারকা মনে ধরেছে LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *