সদ্য সমাপ্ত হওয়া আইপিএল ২০২৫’এর নিলামের (IPL 2025 Auction) আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) ২০২৪ সালের শিরোপাজয়ী স্কোয়াড থেকে ছয়জন খেলোয়াড়কে ধরে রেখেছিল। এরপর চলতি সপ্তাহের প্রথমের দিকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া দুই দিনের ইভেন্টে ২০২৪ সালের আইপিএল জয়ী স্কোয়াড থেকে আরও ছয়জন খেলোয়াড়কে বাছাই করতে পেরেছে। তবে ফ্রাঞ্চাইজি ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) কিনতে ব্যর্থ হয়েছে। আসন্ন আইপিএলে শ্রেয়সকে পাঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় দলে শামিল করেছে। শ্রেয়াসকে দলে না পেলেও ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকায় নাইট রাইডার্স তাদের দলে শামিল করেছে। নিলামের মঞ্চে বেশ কিছু তারকা খেলোয়াড়দের কিনেছে ফ্রাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (Quinton De Kock) এবং এনরিক নোকিয়াকে শামিল করেছে দল। এমনকি দলে ফিরেছেন অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)। KKR এবারের আইপিএল নিলামে ৫০.৯৫ কোটি টাকার বিনিময়ে ১৫ জন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে এবং আসন্ন লিগে মোট ২১ জন খেলোয়াড়কে কিনতে সক্ষম হয়েছে ফ্রাঞ্চাইজি।
ওপেনিং করবেন নারিনই
নাইট রাইডার্স দলের হয়ে ওপেনিং করতে দেখা যাবে সুনীল নারিনকে (Sunil Narine)। তিনি কেকেআর-এর হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং ফ্রাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ উইকেট তিনিই শিকার করেছেন। কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আইপিএল ২০২৪-এ MVP (মোস্ট ভ্যালুএবেল প্লেয়ার) পুরস্কার জিতেছিলেন। মেগা নিলামের আগে তাকে ১২ কোটি টাকায় ধরে রাখা হয়েছিল। নারিন, গত আইপিএলে ১৫ ম্যাচে ৪৮৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন। আসন্ন আইপিএলে আবারও ওপেনার হিসাবে খেলতে দেখা যাবে তাকে। প্রাক্তন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (Quinton De Kock) সম্ভবত আসন্ন আইপিএলে দলের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলবেন। তিনি একাধিক চ্যাম্পিয়ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং তিনি নারিনের সঙ্গে ওপেনিংয়ের ভূমিকাটি পালন করবেন। এখন পর্যন্ত ১০৭টি আইপিএল ম্যাচে তার নামে ৩১৫৭ রান রয়েছে। এবারের মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজি তাকে ৩.৬০ কোটি টাকায় কিনেছে। আসন্ন আইপিএলের জন্য মেগা নিলামে কেকেআর মুম্বাইয়ের ব্যাটার আংক্রিশ রঘুবংশীকে ৩ কোটি টাকার বিনিময়ে কিনেছে। গত বছর কলকাতা ফ্রাঞ্চাইজির হয়র বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি, আসন্ন আইপিএলে তিনি টপ অর্ডারেই ব্যাটিং করার সুযোগ পাবেন।
Read More: রয়্যাল চলেঞ্জার্সের দায়িত্বে ফিরছেন বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স দিলেন বড় আপডেট !!
ভেঙ্কটেশ আইয়ারের কাঁধে থাকবে গুরুদায়িত্ব
আসন্ন আইপিএলের জন্য মেগা নিলামে কেকেআর ব্যাটিং অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে। ২৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ২০২১ সাল থেকে কলকাতা ফ্রাঞ্চাইজির হয়ে খেলে আসছেন। এর আগে ২০২২ সালের মেগা নিলামেও তাকে ধরে রেখেছিল ফ্রাঞ্চাইজি। আসন্ন আইপিএলে তাকে বড় ভূমিকায় দেখা যেতে পারে। ৫১টি আইপিএল ম্যাচে তার নামে মোট ১৩২৬ রান এবং ৩ উইকেট রয়েছে। দলের অধিনায়কের ভূমিকায় থাকতে পারেন রিংকু সিং (Rinku Singh), তিনি আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে নাইট রাইডার্স দল কতৃক সবথেকে বেশি ১৩ কোটি টাকা পেয়েছেন। ২০১৮ সাল থেকে ফ্রাঞ্চাইজির হয়ে খেলে আসছেন রিঙ্কু। এখন পর্যন্ত ৪৬টি আইপিএল ম্যাচে তিনি ৮৯৩ রান করেছেন তিনি।
কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) আইপিএল ইতিহাসে কেকেআর-এর একজন ম্যাচ উইনার। তিনি ফ্রাঞ্চাইজির হয়ে তৃতীয় সর্বোচ্চ রান (২৪২৬) এবং দ্বিতীয় সর্বাধিক উইকেট (১১৪) নিয়েছেন। মেগা নিলামের আগে তাকে ১২ কোটি টাকায় ধরে রেখেছে ফ্রাঞ্চাইজি। আসন্ন আইপিএলের মেগা নিলামের আগে কেকেআর ভারতীয় অলরাউন্ডার রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় ধরে রেখেছিল। ২৭ বছর বয়সী তারকা অলরাউন্ডার সদ্য ভারতীয় দলের হয়েও অভিষেক করে ফেলেছেন। গত মৌসুমে নাইট রাইডার্সের জার্সিতে অসাধারণ প্রদর্শন দেখিয়ে তিনি দলের ফিনিশারের স্থানটি দখল করে ফেলেছেন।
হার্ষিত-বরুণদের হাতে থাকবে ম্যাচের ফলাফল
কেকেআর ফাস্ট বোলারদের কথা বলতে গেলে, ফ্রাঞ্চাইজি হর্ষিত রানাকে (Harshit Rana) নিলামের আগেই ৪ কোটি রুপিতে ধরে রেখেছিল। রানা ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০২২ সালে আইপিএলে অভিষেক করেছিলেন এবং এখনও পর্যন্ত ২১ ম্যাচে ২৫ উইকেট নিতে সক্ষম হয়েছেন। হার্ষিত তার সঙ্গী হিসেবে গত বারের সঙ্গীকেই পাশে পাবেন। আনক্যাপড ভারতীয় পেসার বৈভব অরোরা গত আইপিএল মৌসুমে তার পারফরম্যান্সে KKR ভক্তদের মুগ্ধ করেছিলেন। এই কারণেই ফ্র্যাঞ্চাইজি তাকে আবারও মেগা নিলামে ৭৫ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ করেছিল। তিনি এই লিগে ১১টি ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার এনরিক নোকিয়া (Anrich Nortje)। ৬.৫০ কোটিতে নোকিয়াকে দলে শামিল করেছে ফ্রাঞ্চাইজি। আইপিএলের মঞ্চে ৬০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার। দলের দ্বিতীয় স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী কে দেখতে পাওয়া যাবে। তিনি গত মৌসুমে ফ্রাঞ্চাইজির হয়ে সর্বাধিক উইকেট তুলে নিয়েছিলেন। মেগা নিলামের আগে তাকে ১২ কোটি টাকায় তাকে ধরে রাখা রেখেছিল ফ্রাঞ্চাইজি।