IPL 2025: ব্যাটিং অর্ডারে বিরাট বদল, কেকেআরের নতুন ছকে কাঁপাবে প্রতিপক্ষরা !! 1

IPL 2025: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অনেক আশা নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে তারা বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) বর্তমানে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এইরকম পরিস্থিতিতে শনিবার হাইভোল্টেজ ম্যাচে কেকেআর পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে কলকাতার (KKR) ব্যাটিং অর্ডারে ঘটতে চলেছে বিশাল পরিবর্তন। অভিষেক নায়ারের (Abhishek Nayar) নতুন ছকে এবার নাইট বাহিনী চমক দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!

ব্যাটিং অর্ডারে পরিবর্তন-

IPL 2025: ব্যাটিং অর্ডারে বিরাট বদল, কেকেআরের নতুন ছকে কাঁপাবে প্রতিপক্ষরা !! 2
KKR | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) সম্প্রতি পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে মাত্র ১১২ রান তাড়া করতে নেমে ১৬ রানে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়ে। এরপর শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ১৯৯ রান তাড়া করতে নেমে ৩৯ রানে পরাজিত হয় নাইট বাহিনী। শুভমান গিলদের (Shubman Gill) বিপক্ষে হারের পর নাইট অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) বিশেষ করে দুর্বল ওপেনিং জুটি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। এই বছর ওপেনিং করতে নেমে সুনীল নারিন (Sunil Narine) দলকে সেইভাবে ভরসা দিতে পারছেন না। তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৭ ম্যাচে মোট ১৪৭ রান সংগ্রহ করেছেন। বর্তমানে কেকেআরকে ঘুরে দাঁড়াতে হলে ওপেনিং জুটিকে শক্তিশালী করতে হবে। এই বিষয়টিকে মাথায় রেখে বড়ো সিদ্ধান্ত চলেছেন কেকেআর (KKR) কর্মকর্তারা। সূত্র অনুযায়ী পাঞ্জাব কিংসের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ওপেনিং করতে পারেন। মিডল অর্ডারকে শক্তিশালী করতে দলে প্রবেশ করতে চলেছেন মনিশ পান্ডে (Manish Pandey)। এই অভিজ্ঞ ব্যাটসম্যান একাদশে জায়গা পেলে মিডল অর্ডারে নতুন করে প্রাণ সঞ্চার করতে পারেন।

প্লে অফের দৌড়ে পিছিয়ে নাইট বাহিনী-

IPL 2025: ব্যাটিং অর্ডারে বিরাট বদল, কেকেআরের নতুন ছকে কাঁপাবে প্রতিপক্ষরা !! 3
PBKS b| Image: Getty Images

গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ৭ উইকেটে হারের সম্মুখীন হয়‌। তবে দ্বিতীয় ম্যাচে আজিঙ্কা রাহানের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে ঘুরে দাঁড়ায় নাইট রাইডার্স। কিন্তু এরপর চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় পেলেও ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে অবস্থান করছে তারা। বর্তমানে ৬ পয়েন্টের সঙ্গে কলকাতার নেট রান রেট +০.২১২। শনিবার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ ম্যাচে কেকেআর জয়ের মধ্যে ফেরার জন্য পাঞ্জাব কিংসের (KKR vs PBKS) বিপক্ষে মরিয়া লড়াই চলাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, মনিশ পান্ডে, রিঙ্কু সিং, মঈন আলী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

ইম্প্যাক্ট প্লেয়ার- অঙ্গকৃষ রঘুবংশী/সুনীল নারিন

Read Also: হারতে থাকা KKR-কে আশার আলো দেখালেন সুরেশ রায়না, বলে দিলেন ট্রফি জয়ের গোপন টিপস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *