বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL 2025)। এই বছর ১৫ আগস্ট থেকে সিপিএল’এর নতুন মরসুম শুরু হয়েছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders) সবচেয়ে সফল দল হিসেবে এগিয়ে চলেছে। এর সঙ্গেই একাধিক তারকা ক্রিকেটারদের অবিশ্বাস্য ইনিংস ক্রিকেট ভক্তদের মুগ্ধ করছে। গতকাল এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে জ্বলে ওঠেন কাইরন পোলার্ড (Kieron Pollard)। তার বিধ্বংসী ব্যাটিং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এসেছে।
Read More: এশিয়া কাপের আগেই মাথায় হাত BCCI-এর, টিমের সাথে দুবাই যাওয়া হচ্ছে না গিল-বুমরাহ সহ এই ক্রিকেটারদের !!
বিধ্বংসী ফর্মে পোলার্ড-

এই তারকা ক্যারিবিয়ান ইতিমধ্যেই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট সহ আইপিএল (IPL 2025) থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৮ বছর বয়সী পোলার্ডকে (Kieron Pollard) ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সাম্প্রতিক সময় তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) ব্যাটিং কোচ হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিশ্বজুড়ে এখনও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি নিজের দাপট বজায় রেখেছেন। গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পোলার্ড ত্রিনবাগো নাইট রাইডার্সের (TKR) হয়ে মাঠে নামেন।
নাভিশ প্যাট্রিয়টের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ধীর গতিতে ব্যাটিং শুরু করেছিলেন। ১৩ বলে মাত্র ১২ রান করে লড়াই চালান এই তারকা। এরপর ব্যাট হাতে একের পর এক ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলে দেন। প্রথম ইনিংসে ১৫ তম এবং ১৬ তম ওভারে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৮ বলে পরপর ৭ টি ছক্কা হাঁকান। যার মাধ্যমে প্রমাণ করলেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। উল্লেখ্য ম্যাচে শেষ পর্যন্ত কাইরন পোলার্ড ২৯ বলে ৬৫ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে আসে ৮ টি ছয় ও ২ টি চার। এর ফলে নাইটরা ম্যাচে ১২ রানে জয় তুলে নেয়।
TKR’এর যাত্রাপথ-

২০১৩ সাল থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL 2025) শুরু হয়। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR) ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর সিপিএলে নাইট বাহিনী লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে প্রবেশ করে। তবে তারা ফাইনালে জায়গা করে নিতে পারেনি। এই বছর নিকোলাস পুরানের (Nicholas Pooran) নেতৃত্বে প্রথম থেকেই দুরন্ত ফর্মে আছে এই দলটি।
ইতিমধ্যেই ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় তুলে নিয়ে প্রথম দল হিসাবে প্লে অফের জায়গা পাকা করে নিয়েছে তারা। এই দলের হয়ে কলিন মুনরো (Colin Munro) ৭ ম্যাচে ৩৫২ রান সংগ্রহ করে মরসুমের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি এই চলতি টুর্নামেন্টে একটি দুরন্ত শতরান পর্যন্ত হাঁকিয়েছেন। অন্যদিকে নাইটদের হয়ে মহম্মদ আমির (Mahammad Amir) ৭ ম্যাচে ১১ উইকেট সংগ্রহ করে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে তালিকায় রয়েছেন।