kieron-pollard-blistering-knock-in-cpl

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে রয়েছেন কিয়েরণ পোলার্ড (Kieron Pollard)। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। প্রশিক্ষক হিসেবে বেশ কয়েক মরসুম কাটিয়ে ফেলার পরেও ব্যাটার পোলার্ডের দক্ষতায় যে মরচে ধরে নি তার প্রমাণ মিললো আজ। ট্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে এখনও সিপিএল খেলছেন ৩৮ বর্ষীয় তারকা। আজ গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ব্যাট হাতে যেন তিনি ঘোষণা করলেন যে ‘ক্লাস ইজ পার্মানেন্ট।’ প্রথমে ব্যাটিং করতে নেমে একটা সময় বেশ চাপে ছিলো নাইট শিবির। পোলার্ডের (Kieron Pollard) ধুন্ধুমার ইনিংসই তাদের পৌঁছে দেয় সম্মানজনক স্কোরে। শেষ অবধি টিকেআর (TKR) ম্যাচ জেতে নি ঠিকই, কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেটদুনিয়ার কুর্নিশ ঠিকই আদায় করে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

Read More: অস্ট্রেলিয়া সফরের আগেই ওয়ান ডে’তে রোহিত-কোহলি, সেপ্টেম্বরেই মাঠে ফিরছেন দুই মহারথী !!

ঝড় তুললেন কিয়েরণ পোলার্ড-

Kieron Pollard | Image: Getty Images
Kieron Pollard | Image: Getty Images

গায়ানার বাইশ গজে আজ রানের মুখ দেখে নি ট্রিনবাগো নাইট রাইডার্সের টপ-অর্ডার। কলিন মুনরো (Colin Munro) আউট হন ১৪ বলে ১৭ রান করে। আরেক ওপেনার অ্যালেক্স হেলস’ও সাজঘরের পথে পা বাড়িয়েছিলেন ৬ বলে ৭ রান করেই। তিন নম্বরে নামা কেসি কার্টি ২৯ করেন ঠিকই, কিন্তু মন্থর ব্যাটিং-এর জন্য তাঁকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো নাইট শিবির। রিটায়ার্ড আউট হন তিনি। সাফল্য পান নি অধিনায়ক নিকোলাস পুরান’ও। ১০ বলে ১৩ করে ফেরেন তিনি। কোচ ডোয়েন ব্র্যাভোর ভাই ড্যারেন ব্র্যাভো’ও আজ ছিলেন ট্রিনবাগো নাইট রাইডার্স একাদশে। তাঁর ৩৩ বলে ৩৫ রানের ইনিংসটিকেও টি-২০ সুলভ বলা চলে না মোটেও। ধুঁকতে থাকা নাইট শিবিরকে আশার আলো দেখায় পোলার্ডের (Kieron Pollard) ব্যাটই। বাকিরা যখন রানের জন্য মাথা খুঁড়ছেন, তখন রীতিমত ঝড় তোলেন তিনি।

তারকাসমৃদ্ধ গায়ানা বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করেন কিয়েরণ পোলার্ড (Kieron Pollard)। পাঁচটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারি হাঁকান তিনি। রোমারিও শেপার্ডের শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ ডেলিভারি দু’টিকে মাঠের বাইরে আছড়ে ফেলেন পোলার্ড। পরবর্তী দু’টি ডেলিভারিতে ছিনিয়ে নেন জোড়া বাউন্ডারি। ১৭ বলে স্পর্শ করেছিলেন অর্ধশতকের মাইলস্টোন। শেষমেশ অপরাজিত থাকেন ১৮ বলে ৫৪ রান করে। স্ট্রাইক রেট ছিলো ৩০০। পোলার্ডের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান স্কোরবোর্ডে তোলে নাইট রাইডার্স। যদিও শেষরক্ষা হয় নি। শে হোপের ৪৬ বলে ৫৩ ও শিমরণ হেটমায়ারের ৩০ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে নাইটরা। আজকের হারের পরেও পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো তারা। গায়ানা রয়েছে চারে।

দেখুন ইনিংসের কিছু ঝলক-

CPL-এ নাইটদের নতুন অধিনায়ক-

Nicholas Pooran | Image: Getty Images
Nicholas Pooran | Image: Getty Images

২০১৯ সালে ট্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন কিয়েরণ পোলার্ড (Kieron Pollard)। তারপর থেকে ২০২৪ অবধি দায়িত্ব সামলেছেন তিনিই। কিন্তু এবার মরসুম শুরুর আগে নেতাবদলের পথে হেঁটেছে ফ্র্যঞ্চাইজি। নেতৃত্ব অর্পণ করা হয়েছে নিকোলাস পুরানের (Nicholas Pooran) হাতে। আগামীর কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত, জানিয়েছে তারা। রদবদলকে স্বাগত জানিয়েছেন পোলার্ড নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এই বছর (ডোয়েন) ব্র্যাভো হেড কোচ হয়ে আসার পর আমাদের মনে হয়েছিলো যে নতুন কাউকে অধিনায়ক বেছে নেওয়ার জন্য এটাই সঠিক সময়। (নিকোলাস) পুরান ঘরের ছেলে। আমার মনে হয় এটা ওর জন্য সঠিক সুযোগ। কয়েক বছর ধরেই ওকে প্রস্তুত করে তুলছিলাম আমরা।” পুরানের পাশে থাকবেন তিনি, কথা দিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

Also Read: নেতার আসনে ক্ষণস্থায়ী শ্রেয়স আইয়ার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে KL রাহুল সামলাবেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *