জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দুই সিরিজ খেলতে চলেছে ভারত। প্রথমে ওডিআই সিরিজ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের এই সফর। তিনটি ওডিআই সিরিজের পাশাপশি ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফেব্রুয়ারিতেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যে কারণে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) বাহিনীর জন্য। ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই একেরপর এক সিরিজে অপরাজিত টিম ইন্ডিয়া। তবে, এই বিশ্বকাপের আগে ভারত অধিনায়ককে নিয়ে বড় খবর প্রকাশ্যে এসেছে।
সূর্যকুমারের নামে বড় অভিযোগ জনপ্রিয় মডেলের

আসলে, সূর্যকুমার যাদবের কারণে টেলিভিশন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’–র মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় আবারও একবার খবরের শিরোনামে উঠে এসেছে। বহুবার খোলামেলা পোশাক ও বোল্ড ফটোশুটের জন্য আলোচনায় উঠে এসেছেন তিনি। তবে এবার তিনি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশি দাবি করেছেন, একসময় সূর্য নাকি তাঁকে প্রায়ই মেসেজ করতেন। যদিও এখন তাঁদের মধ্যে খুব একটা কথা হয় না। প্রসঙ্গত, মুম্বইয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচিতি পান। তাছাড়া, রিয়্যালিটি শো–এর মাধ্যমে জনপ্রিয়তা পেলেও অভিনয় জীবনে খুব বেশি স্থায়ী জায়গা তিনি করে নিতে পারেননি। তবু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকার ফলে আলোচনায় থাকেন। সাহসী বয়ান যেন তাঁর অন্যতম পরিচয়।
Read More: “রঞ্জিতে কোচিং করতে হবে…” গৌতম গম্ভীরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে সাবেক ইংলিশ স্পিনার !!
এই লাস্যময়ী নারীকে ম্যাসেজ দিতেন স্কাই

দক্ষিণ ভারতেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রির কয়েকটি ছবিতে অভিনয়ের পর তিনি বলিউডে ছোট চরিত্রে সুযোগ পান। রাস্তাঘাটে খোলামেলা পোশাকে উপস্থিত হওয়া থেকে শুরু করে ‘প্যান্টিহীন’ ফ্যাশন – সবকিছুতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন খুশি। খুশির কথায়, তিনি নাকি কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। তবে অতীতে নাকি একাধিক ক্রিকেটার তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। সেই প্রসঙ্গেই ভারত অধিনায়ক সূর্যর নাম টেনে আনেন তিনি। খুশির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যখন জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন, তখন এমন দাবি স্বাভাবিকভাবেই চর্চার জন্ম দিয়েছে। উল্লেখ্য, সূর্যকুমার যাদব ২০১৬ সাল থেকে বিবাহিত। তাঁর স্ত্রীর নাম দেবিশা শেট্টি। তবে, তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল বহু আগে, ২০১০ সালে।