ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) কেন্দ্র করে তৈরি হওয়া মানহানির বিতর্ক দিন দিন আরও জটিল আকার নিচ্ছে। নিজের ফর্ম হারানোর পাশাপশি স্কাইকে নিয়ে বিগত কয়েকদিন ধরে বেশ চর্চা শুরু হয়েছে। সম্প্রতি, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুশি মুখার্জির মন্তব্য ঘিরে নতুন যে বিতর্ক তৈরি হয়েছে তা আবার নতুন করে অভিযোগ তৈরি হয়েছে। কয়েকদিন আগেই একজন সূর্যকুমার যাদবের ফ্যান খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করবে বলে দাবি জানিয়েছিল।
পাল্টা জবাব দিলেন খুশি

তবে এবার খুশি পাল্টা জবাব দিয়ে বললেন – মানহানির মামলায় সূর্যকুমার যাদব হেরে গেলে তিনি ৫০০ কোটি টাকার মামলা করবেন। বিতর্কের শুরু খুশির একটি প্রকাশ্য মন্তব্য থেকে। সমাজ মাধ্যমে পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সূর্যকুমার যাদব নাকি তাঁকে নিয়মিত ম্যাসেজ করতেন। তাঁর এই বয়ান মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্যে ক্ষুব্ধ হন বহু অনুরাগী। ফয়জান আনসারি বলে এক ভক্ত খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করবেন বলে জানিয়ে দেন। প্রথমে খুশি মুখার্জি বিষয়টি হালকা করার চেষ্টা করেন। তিনি বলেন, তাঁর বক্তব্যে কোনও মানহানির উদ্দেশ্য ছিল না। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্পষ্টতই আক্রমণাত্মক অবস্থান নেন।
Read More: “ব্যাটিং লাইনআপ ভুগবে…” বিশ্বকাপের আগে সূর্যকুমারকে নিয়ে চিন্তার ভাঁজ রোহিত শর্মার কপালে, করলেন এই মন্তব্য !!
সূর্যকুমার যাদব বিতর্কে খুশি মুখার্জির কড়া অবস্থান

তাঁর দাবি, সূর্যকুমারের সঙ্গে কথোপকথন ছিল একেবারেই স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ। এতে কোনও অশালীনতা নেই। খুশির বক্তব্য অনুযায়ী, তিনি বহু পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখেন এবং ক্রীড়াজগতের মানুষদের সঙ্গে কথা বলা কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ঘোলাটে করছেন। তিনি আরও জানান, এখনও পর্যন্ত কোনও আইনি নোটিস তিনি পাননি এবং তাঁর তরফে কোনও মানহানিকর মন্তব্য করা হয়নি। আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় খুশির বিরুদ্ধে সমালোচনা ক্রমশ বাড়ছে। অনেকেই মনে করছেন, এটি পরিকল্পিত প্রচারের কৌশল। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন তাঁর পেশাগত সাফল্য নিয়েও। যদিও খুশি এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছন্দ হারিয়েছেন গত বছর থেকেই। স্কাইয়ের ব্যাট থেকে আসেনি কোনো বড় রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও স্কাই বানান ৩২ রান।