আইপিএল (IPL 2015) নিয়ে এখন গোটা বিশ্ব ক্রিকেটে মতে উঠেছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন অসংখ্য বিদেশি তারকা। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনা থাকায় কোনো পাক ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করতে পারেন না। দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তান বর্তমানে নিউজিল্যান্ডে (NZ vs PAK) রয়েছে। তবে হারের ধারাবাহিকতা বজায় রয়েছে মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan)। আজ একদিনের সিরিজে হারের পর স্টেডিয়ামে দর্শকদের হাতে মার খেলেন পাক ক্রিকেটার।
Read More: IPL 2025 CSK vs DC: দিল্লীর রথের চাকায় চূর্ণ চেন্নাই, টানা তৃতীয় ম্যাচ জিতে লীগ শীর্ষে ক্যাপিটালস শিবির !!
মার খেলেন খুশদিল শাহ-

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হওয়ার পর একদিন সিরিজেও ৩-০ ব্যবধানে হারের সম্মুখীন হয়েছে পাকিস্তান। আজ একদিনের সিরিজের শেষ ম্যাচে মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan) কিউইদের বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ৪৩ রানে হেরে সমালোচনার মুখে পড়ে পাক বাহিনী। বে ওভাল স্টেডিয়ামের দর্শক আসন থেকে কটাক্ষ ছুঁড়ে দেন ক্রিকেট ভক্তরা। সমালোচনা সহ্য করতে না পেরে সেই দর্শকদের দিকে ছুটে যান খুশদিল শাহ (Khushdil Shah)। পাকিস্তান সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। ভাইরাল হওয়া একাধিক ছবিতে দর্শকদের থেকে খুশদিল শাহকে (Khushdil Shah) মার খেতে দেখে যাচ্ছে।
সামনে এসেছে পিসিবির বিবৃতি-

বে ওভাল স্টেডিয়ামে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে খুশদিল শাহকে (Khushdil Shah) দর্শকদের মধ্যে থেকে ছাড়িয়ে নিরাপত্তা রক্ষীরা নিরাপদ স্থানে নিয়ে যান। এর মধ্যেই পিসিবির (PCB) একটি বিবৃতি সামনে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘটনার বিষয় ভিন্ন মত প্রকাশ করে জানিয়েছে, “বিদেশি দর্শকরা আমাদের জাতীয় ক্রিকেটারদের অশালীন ভাষায় আক্রমণ করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাকিস্তান বিরোধী স্লোগান ওঠায় খুশদিল শাহ তাদের দিকে এগিয়ে গিয়ে চুপ করতে বলেছিলেন।” ফলে বিষয়টি বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তদন্ত শুরু করতে পারে।
ফিরলো ইমজামামের স্মৃতি-

আজকের ঘটনায় অনেকেরই মনে পড়ে যাচ্ছে ১৯৯৭-এর সাহারা কাপের কথা। কানাডার মাঠে মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তান (IND vs PAK)। টিম ইন্ডিয়ার ব্যাটিং চলাকালীন গ্যালারি থেকে মেগাফোন হাতে এক দর্শক প্রতিনিয়ত পাক তারকা ইনজামাম-উল-হক’কে (Inzamam-ul-Haq) বিদ্রূপ করছিলেন ‘আলু’, ‘আলু’ বলে। কিছুক্ষণ পর আর মেজাজ ঠিক রাখতে পারেন নি ইনজি। দ্বাদশ ব্যক্তিকে সাজঘর থেকে নিজের ব্যাটটি আনার নির্দেশ দেন তিনি। তা হাতে আসা মাত্র বিজ্ঞাপনের বিল বোর্ড টপকে গ্যালারিতে ঢুকে দর্শককে মারতে থাকেন তিনি। আশেপাশের দর্শক ও ইনজামামের সতীর্থরা সেদিন তাঁকে নিরস্ত না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। ঘটনার পরিপ্রেক্ষিতে ইনজামামের বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের হয়েছিলো কানাডায়।