বিশ্বকাপ ফাইনালের দিন নাশকতার ছক খলিস্তানপন্থীদের, অপচেষ্টা রুখতে তৎপর ভারত সরকার !! 1

বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। গত ৫ অক্টোবর শুরু হয়েছিলো টুর্নামেন্ট। বর্তমানে রাউন্ড রবিন পর্ব শেষের পথে। দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় দুই জমজমাট সেমিফাইনালের। শেষ চারের যুদ্ধ শেষে জানা যাবে কারা মুখোমুখি হচ্ছে খেতাবী যুদ্ধে। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগেই সূচি ঘোষণা করা হয়েছিলো। সেই সূচি অনুযায়ী আগামী ১৯ নভেম্বর  বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল আয়োজিত হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট এই মাঠ বিশ্বে সর্ববৃহৎ। ক্রিকেটের সবচেয়ে ‘বড় ম্যাচ’-এর জন্য সবচেয়ে বড় স্টেডিয়ামই যোগ্য বলে বিবেচনা করেছে নিয়ামক সংস্থা আইসিসি। এর আগে এই মাঠে ভারত-পাক ম্যাচে লাখ ছাড়িয়েছিলো দর্শক সংখ্যা। ফাইনালেও তাঁর পুনরাবৃত্তি হবে বলেই ধারণা ক্রিকেটবোদ্ধাদের।

১৯ তারিখের বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল নিয়ে আচমকাই দেখা গিয়েছে জটিলতা। কানাডা থেকে খলিস্থানপন্থী আতঙ্কবাদী নেতা গুরপাটবন্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) ঘোষণা ঐ দিন নাশকতার হুমকি দিয়েছেন। পান্নুন শিখস ফর জাস্টিস (SFJ) সংগঠনের নেতা। খলিস্তানপন্থী এই সংগঠনকে ইতিমধ্যেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালের দুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে পান্নুন বলছেন, শিখদের কাছে আমরা আবেদন জানাচ্ছি এয়ার ইন্ডিয়া ব্যবহার না করতে ১৯ নভেম্বর থেকে বিশ্বব্যপী নিষেধাজ্ঞা জারি হবে এয়ার ইন্ডিয়া পরিষেবা দিতে পারবে না ১৯ নভেম্বরের পর এয়ার ইন্ডিয়ায় যাতায়াত করলে জীবনের ঝুঁকি থাকতে পারে

Read More: World Cup 2023: “ক্রিকেটীয় স্পিরিটের অপমৃত্যু…” বাংলাদেশের বিরুদ্ধে লড়াকু ইনিংস শ্রীলঙ্কার , সমাজমাধ্যমের চর্চায় কেবল ম্যাথিউজের ‘টাইমড আউট’ !!

দ্রুত ব্যবস্থা নেওয়ার পথে ভারত সরকার-

Narendra Modi Stadium | ICC World Cup 2023 | Image: Getty Images
Narendra Modi Stadium is set to host the ICC World Cup final | Image: Getty Images

গুরপাটওয়ান্ত সিং পান্নুনের হুমকি কেবল মাত্র এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকে নি। তিনি ভারতের রাজধানী দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও নাশকতার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে আক্রমণ করেছেন ক্রিকেট বিশ্বকাপকেও। ইন্টারনেটে ভাইরাল ভিডিওতে খলিস্তানপন্থী নেতাকে বলতে শোনা গিয়েছে, যেদিন বিশ্ব আতঙ্ক কাপ (World Terror Cup) ফাইনাল খেলা হবে, ঠিক সেইদিনই দিল্লী বিমানবন্দরের নামও বদলে যাবে নাম বদলে রাখা হবে শহীদ বিয়ান্ত সিং, শহীদ সৎওয়ান্ত সিং খলিস্তান এয়ারপোর্ট প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার নাশকতার হুমকি দিয়েছেন পান্নুন। খলিস্তানী জঙ্গী হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে ভারত-কানাডা আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন চলাকালীন কানাডাবাসী ভারতীয় হিন্দুদের দেশ ছাড়ার নিদান দিয়েছিলেন তিনি।

জঙ্গী সংগঠনের নেতার তরফ থেকে হুমকি আসা মাত্রই নড়েচড়ে বসেছে ভারত সরকার। কানাডার ভারতীয় দূতাবাসের হাইকমিশনার সঞ্জয় বর্মা (Sanjay Verma) ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁরা বিষয়টি ভারত সরকার এবং কানাডা সরকারের দৃষ্টিগোচর করেছেন। তিনি আরও বলেন, আমরা ভারত থেকে কানাডাগামী এবং কানাডা থেকে ভারতগামী এয়ার ইন্ডিয়া বিমানগুলিতে বাড়তি নিরাপত্তা প্রদানের আর্জি জানাবো (গুরপাটবন্ত সিং ) পান্নুনএর ভিডিও আন্তর্জাতিক যাত্রী পরিবাহী বিমান সংক্রান্ত শিকাগো সম্মেলনের নীতির একেবারেই পরিপন্থী ভারত কানাডার মধ্যে যে দ্বিপাক্ষিক যাত্রী পরিবহন নীতি রয়েছে তা অনুযায়ী এই ধরণের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এর আগে ১৯৮৫ সালে খলিস্থানপন্থীরা এয়ার ইন্ডিয়া বিমানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলো। সেই স্মৃতি মাথায় রেখে কোনোরকম ঝুঁকি নিতে রাজী নয় ভারত সরকার।

Also Read: চিটিংবাজির গেরোয় পড়ে ৩৩ লাখ টাকা খোয়ালেন আকাশ চোপরায়, পুলিশে করলেন অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *