সামনেই ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের আগেই সমাজ মাধ্যমের শিরোনামে উঠে আসলেন বিরাট কোহলি (Virat Kohli)। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি শুধুমাত্র মাঠের পারফরম্যান্সের জন্যই নন, সামাজিক মাধ্যমের আলোচনায়ও তিনি প্রায়শই শীর্ষে থাকেন। তবে এবার যে কারণে তার নাম ভাইরাল হয়েছে, তা ক্রিকেট নয় বরং নীল ছবির দুনিয়ার এক জনপ্রিয় অভিনেত্রীর সাথে ভাইরাল হয়েছে বিরাটের ছবি। আসলে, নীল ছবির দুনিয়ার প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা কেন্ড্রা লাস্ট তাঁর ইনস্টাগ্রাম ফিডে বিরাট কোহলির সঙ্গে একটি তথাকথিত “অপ্রত্যাশিত সাক্ষাৎ”-এর ছবি শেয়ার করেন। আর সেই ছবিকেই কেন্দ্র করে জল্পনা এখন তুঙ্গে নেট দুনিয়ায়।
বিরাট কোহলি–কেন্দ্রা লাস্ট বিতর্ক

ঘটনার সূত্রপাত ৭ জানুয়ারি, যখন কেন্দ্রা লাস্ট তার ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে কোহলির প্রশংসা করেন। সাধারণ দর্শকের কাছে ছবিটি প্রথম নজরে স্বাভাবিক মনে হলেও, ক্রিকেটপ্রেমীদের মধ্যে দ্রুত সন্দেহ তৈরি হয়। ছবিটা দেখে আসল মনে হলেও আদতে তা আসল ছিল না। ছবিটি এআই-তৈরি ছবি। এমনকি এই ছবিতে কেন্ড্রার ক্যাপশনে লেখা, ‘হঠাৎ দেখা হয়ে যাওয়ার থেকে ভালো কিছু হয় না। বহু মানুষের অনুপ্রেরণা ও একেবারে মাটির মানুষ।‘ এই ঘটনা প্রথম নয়। কেন্ড্রা আগেও বিভিন্ন বিশ্বখ্যাত তারকার সঙ্গে এআই-নির্ভর ছবি শেয়ার করেছেন। কোহলির আগে সালমান খানের সঙ্গে এমন ছবি শেয়ার করেছিলেন তিনি। ফলে ভক্তরা ভেবে নিয়েছেন আলোচনায় থাকার জন্যই এই ধরনের ছবি পোস্ট করে থাকেন তিনি।
Read More: ‘জয় শাহ’এর থেকে ট্রফি নেব না..’, টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !!
এআই-এর ফাঁদে বিরাট কোহলি

এই ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত বিভ্রান্তিই নয়, বড় সামাজিক সমস্যার দিকেও ইঙ্গিত করে। এআই প্রযুক্তি এখন এতটাই উন্নত যে বাস্তব ও কৃত্রিমের পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে বিরাট কোহলির কথা বলতে গেলে, নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত বিরাট। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কোহলি। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের জন্যই সিরিজে দাপট ধরে রাখতে পেরেছিল ভারতীয় দল। এরপর কোহলি দিল্লির হয়ে বিজয় হাজারেতে অংশ নিয়েছিলেন। কোহলি বিজয় হাজারেতে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। এবার কিউইদের বিরুদ্ধে স্বপ্নের ফর্ম বজায় রাখতে চাইবেন কিং কোহলি।