ভারতের ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি রাজ্যের ক্রিকেট বোর্ড সফলতার সঙ্গে নিজেদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বেশিরভাগ রাজ্যেই বিভিন্ন টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে থাকে। পরবর্তী সময়ে এই টুর্নামেন্টগুলি থেকেই আইপিএলের মঞ্চে একাধিক ক্রিকেটার জায়গা করে নেন। বর্তমানে চলমান আইপিএলে (IPL 2025) আমরা এইরকম একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ভালো পারফর্মেন্স করে সকলের মন জয় করে নিতে দেখছি। এর মধ্যেই এবার আবারও আলোচনায় উঠে এলেন এস শ্রীশান্ত (S Sreesanth)।
Read Also: রাজস্থানের হার KKR’এর জন্য কাল, প্লে অফের রাস্তা হলো বন্ধ !!
আবারও নিষিদ্ধ হলেন শ্রীশান্ত-

ভারতের জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেছেন শ্রীশান্ত (S Sreesanth)। দুটি বিশ্বকাপ জয়ী দলের এই প্রাক্তন পেসার নিজের প্রতিভার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু একটা ভুল তার সম্পূর্ণ ক্রিকেট জীবন ধ্বংস করে দেয়। আইপিএলে স্পষ্ট ফিক্সিং মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় কারণে শ্রীশান্তকে (S Sreesanth) ২০১৩ সালে আজীবনের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই। তবে এই নিষেধাজ্ঞার সময় কমিয়ে ৭ বছর করা হয়েছিল। অন্যদিকে এবার কেরালা ক্রিকেট বোর্ড (KCA) এই ভারতীয় তারকা পেসারকে ৩ বছরের জন্য ব্যান করলো। উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) বাদ দেওয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শ্রীশান্ত (S Sreesanth)। বিজয় হাজারে ট্রফির জন্য কেরালা দল থেকে স্যামসনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জাতীয় দলের নির্বাচকদের প্রভাবিত করেছে বলে উল্লেখ করেছিলেন এই পেসার। ফলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম ব্যবহার করে ভিত্তিহীন অভিযোগ করার কারণে কেরালা ক্রিকেট বোর্ড শ্রীশান্তকে নিষিদ্ধ করেছে। ৩০ এপ্রিল কোচিতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড উল্লেখ্য করেছে এই সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের (Sanju Samson) পাশে দাঁড়ানোর জন্য নয় বরং বোর্ডের বিরুদ্ধে অপমানজনক বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য শ্রীশান্ত (S Sreesanth) কেরালা ক্রিকেট লিগের অন্যতম দল কোল্লাম এরিসের সহ মালিক।
আইপিএলে চোটের মুখে সঞ্জু-

এই বছর আইপিএল (IPL 2025) শুরুর আগে থেকেই চোটের কারণে সমস্যার মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে প্রথম তিন ম্যাচে আঙুলের চোটের কারণে অধিনায়কত্ব করতে পারেননি। শুধু ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। তারপর চলতি টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ম্যাচ চলাকালীন পাঁজরে চোট পান এই তারকা ব্যাটসম্যান। ফলে বর্তমানে রিয়ান পরাগ (Riyan Parag) অধিনায়ক হিসেবে রাজস্থানের দায়িত্ব সামলাচ্ছেন। তবে ইতিমধ্যেই ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে এই দলটি। অন্যদিকে সঞ্জু স্যামসন (Sanju Samson) এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে সংগ্রহ করেছেন ২২৪ রান।