গত বছর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) হঠাৎ করে অবসর ঘোষণা করে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। ভক্তরা এই সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারেননি। এই দুই তারকা বর্তমানে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তরুণ ক্রিকেটারদের আধিপত্যে এই ফরম্যাট থেকেও খুব তাড়াতাড়ি তারা অবসর নিতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এর সঙ্গেই সম্প্রতিক সময় অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজাকে (Usman Khawaja) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে দেখা গেছে। অ্যাশেজ সিরিজের (Ashes Series) মধ্যেই এই সিদ্ধান্ত রীতিমতো চর্চায় ছিল। এর মধ্যেই এবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন তারকা অবসরের পথ বেছে নিলেন।
Read More: RCB’এর ট্রফি জয়ী তারকার স্ক্রিনশট ভাইরাল, গার্লফ্রেন্ড তুললেন প্রতারণার অভিযোগ !!
অবসর নিলেন KKR তারকা-

বছরের পর বছর ধরে ক্রিকেটারদের আত্মপ্রকাশের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে আইপিএল (IPL 2026)। এই টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে কলকাতা নাইট রাইডার্স সফল দল হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে। এই দল থেকে একাধিক ক্রিকেটার যাত্রা শুরু করে আন্তর্জাতিক মঞ্চে বর্তমানে নায়ক হয়ে উঠেছেন। এই দলের প্রাক্তন ক্রিকেটার কেসি কারিয়াপ্পা (KC Cariappa) এবার অবসরের সিদ্ধান্ত বেছে নিলেন। ভারতের এই লেগ স্পিনার গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিদ্ধান্তটি জানান।
আবেগঘন পোস্টে তিনি লেখেন, “রাস্তা থেকে শুরু করে স্টেডিয়ামের আলো এবং গর্বের সঙ্গে জার্সি পরা পর্যন্ত যাত্রাটি স্বপ্নের মত ছিল। আমি সেই স্বপ্নে বেঁচে ছিলাম যা এক সময় কল্পনা করতাম। আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। এই যাত্রাপথ আমাকে সবকিছু দিয়েছে। এমন জয় পেয়েছি যা আমাকে হাসিয়েছে। এমন পরাজয় এসেছে যা আমাকে ভেঙ্গে দিয়েছে। এমন শিক্ষা পেয়েছি যা আমাকে গঠন করেছে।”
কারিয়াপ্পা ক্রিকেট জীবন-

৩১ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে একাধিক গুরুত্বপূর্ণ দলের হয়ে অংশগ্রহণ করেছেন। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) কেসি কারিয়াপ্পাকে (KC Cariappa) দলে তুলে নেয়। ২.৪ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু তখনও ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ছিল না এই স্পিনারের। কর্ণাটক প্রিমিয়ার লিগে (Karnatak Premier League) দুরন্ত পারফর্মেন্স করে কর্মকর্তাদের নজরে এসেছিলেন। মিস্ট্রি স্পিনার হিসেবে তাকে কাজে লাগাতে চেয়েছিল কলকাতা।
কারিয়াপ্পা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন। এই ম্যাচে এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) মতো অভিজ্ঞ তারকা উইকেট সংগ্রহ করে ভক্তদের মনে জায়গা করে নেন। তবে নাইটদের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। দল ছেড়ে দিলেও ২০১৯ সালে আবারও কেকেআরে ফিরে এসেছিলেন। আইপিএলে এই দল ছাড়াও পাঞ্জাব কিংস (PBKS) এবং রাজস্থান রয়্যালসের (RR) মতো দলের হয়ে খেলেছেন এই স্পিনার। আইপিএলে তার ১১ ম্যাচে ৮ টি উইকেট আছে।