ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৫’এর নিলামের আগেই সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালকিন কাব্য মারান (Kaviya Maran) বেশ কয়েকটি অনুরোধ রেখেছেন আইপিএল কতৃপক্ষের কাছে। কাব্য আইপিএল ২০২৫’এর নিলামের আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই ধরণের (মেগা) নিলাম চাননা। তার বদলে মিনি নিলামের প্রতি বেশি ইচ্ছাপ্রকাশ করেছেন। কাব্য জানিয়েছেন, যে নিলামের জন্য চারজন ধরে রাখা প্লেয়ারের বদলে ছ’জন ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম করা উচিত। কাব্য চেয়েছেন চারজন প্লেয়ারকে ধরে রাখতে এবং দুই জন খেলোয়াড়ের জন্য রাইট টু ম্যাচ কার্ডের ব্যাবহার করতে।
আইপিএল ২০২৫’এর আগে বড় শর্ত রাখলেন কাব্য
পাশাপশি প্রত্যেক বারের নিলাম শেষে দেখা যায়, কিছু খেলোয়াড় খেলতে আসেন না। তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে না খেলার সিদ্ধান্ত নেন যার ফলে দল গুলিকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। কাব্য সেই প্লেয়ার গুলির জন্য যথাযথ ব্যবস্থা নিতে চেয়েছেন এবং তাদের নির্বাসনের দাবিও জানিয়েছেন। কাব্য মারানের (Kaviya Maran) এতগুলি মন্তব্য করার পিছনে সবথেকে বড় কারণ হলো গত সিজনে সানরাইজার্স দলের পারফরমেন্স। পুরো টুর্নামেন্ট জুড়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে সানরাইজার্স। ২০১৮ সালের পর আবার একবার আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছিল দলটি। তবে ফাইনালের মঞ্চে পৌঁছে শেষ রক্ষা হয়নি দলের। কলকাতা নাইট রাইডার্স দলের বোলিংয়ের সামনে সানরাইজার্স হায়দরাবাদ দলের ব্যাটিং নিমেষেই বিধ্বস্ত হয়ে যায়।
Read More: Kaviya Maran: পাথিরানার প্রিয় বন্ধুরা জন্য পাগল কাব্য মারান, আসন্ন আইপিএল নিলামে যেকোনো মূল্যে কিনতে প্রস্তুত !!
এই পরিস্থিতিতে কাব্য (Kaviya Maran) নতুন সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছেন। গতবারের আইপিএলের আগে বড় একটি ভুল করেছিলেন তিনি। ২০২৩ সালের আইপিএলে হায়দ্রাবাদ দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মার্করামের (Aiden Markram) উপর। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের একজন সফল অধিনায়ক, সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি দক্ষিণ আফ্রিকা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব দিয়ে থাকেন এবং সেখানে তিনি পরস্পর দুই মৌসুমেই সানরাইজার্স দলকে বিজেতা বানাতে সক্ষম হয়েছেন। তবুও ২০২৩ সালের পারফরমেন্সের কথা মাথায় রেখে তার থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে অজি দলের অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) অধিনায়ক বানান তিনি।
লাকি চার্মের মন ভাঙার ফল পেলেন কাব্য
আসলে কামিন্স ছিলেন ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ ২০২৩’এর বিজেতা দলের অধিনায়ক। সেই সূত্রেই কামিন্সের হাতে বড় দায়িত্ব তুলে দিয়েছিলেন কাব্য, তবে তিনি ভুলে গিয়েছিলেন মার্করাম হলেন তার দলের লাকি চাৰ্ম। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত তিনি অধিনায়ক হিসবে যেকটি ফাইনাল খেলেছেন সেকটি ফাইনালেই তিনি শিরোপা অর্জন করেছেন। তবে তার উপরে ভরসা দেখাতে পারেননি কাব্য, যার ফলে ট্রফিও হাতছাড়া হতে হয়।