ঘরের মাঠে ভারতকে টেস্ট যুদ্ধে পর্যুদস্ত করার পর শ্রীলঙ্কার মাটিতেও অব্যাহত অস্ট্রেলিয়ার দাপট। প্রথম দলের একঝাঁক তারকাকে ছাড়াই তারা সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের উড়িয়ে ওয়ার্ন-মুরলীধরণ ট্রফির যুদ্ধে ১-০ এগিয়ে গেলো ব্যাগি গ্রিন শিবির। প্রথমে ব্যাটিং করে উসমান খোয়াজার (Usman Khawaja) দ্বিশতক, স্টিভ স্মিথ ও জশ ইংলিসের শতরানের সৌজন্যে বিশাল রানের পাহাড় গড়ে অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ম্যাথু ক্যুনেমান ও নাথান লিয়ঁ’র ঘূর্ণিতে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলো-অন করতে নেমেও অস্ট্রেলিয়ার রান টপকাতে পারে নি তারা। শেষমেশ ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে হারে দ্বীপরাষ্ট্র। আগামী ৬ তারিখ থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে প্রায়শ্চিত্ত করার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার সামনে। এই ম্যাচ খেলেই অবসর নিচ্ছেন তাদের দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)। প্রাক্তন অধিনায়ককে বিদায়ী উপহার দিতে পারবেন সতীর্থরা? সেদিকেই তাকিয়ে সকলে।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হচ্ছে না টিম ইন্ডিয়ার, চোটের কারণে দল থেকে আউট ‘X-ফ্যাক্টর’ !!
টেস্টে শতক ছুঁয়ে সরছেন করুণারত্নে-
গলে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (SL vs AUS) টেস্টটি আবেগঘণ হতে চলেছে দিমুথ করুণারত্নের (Dimuth Karunaratne) জন্য। জয়বর্ধনে, সাঙ্গাকারা (Kumar Sangakkara), মুরলীধরণ, ম্যাথেউজ, ভাস ও জয়সূর্যের (Sanath Jayasuriya) পর সপ্তম শ্রীলঙ্কান হিসেবে ১০০ টেস্টের ক্লাবে জায়গা করে নিতে চলেছেন ৩৬ বর্ষীয় দিমুথ করুণারত্নে। একইসাথে এই টেস্টটি হতে চলেছে তাঁর বিদায়ী ম্যাচ’ও। মাইলস্টোন ছোঁয়ার পর আন্তর্জাতিক কেরিয়ারকে আর এগিয়ে নিয়ে যেতে চান না তিনি, ক্রিকেট নিয়ামক সংস্থাকে তেমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। ২০১২ সালের নভেম্বরে গলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো করুণারত্নের (Dimuth Karunaratne)। এক দশকেরও বেশী সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পর সেই মাঠেই আগামী ৬ তারিখ থেকে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন তিনি।
২০১৫ সালের পর থেকে টেস্ট ক্রিকেটে সফলতম ওপেনার হওয়া সত্ত্বেও ফর্ম সমস্যায় বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন করুণারত্নে (Dimuth Karunaratne)। দীর্ঘতম ফর্ম্যাটে শেষ শতরান করেছিলেন ২০২৩-এর এপ্রিলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশ, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক টেস্ট ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বাম হাতি ওপেনার। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে (SL vs AUS) সিরিজের প্রথম ম্যাচটিতেও দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৭ এবং ০ রান। নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার পথেই তাই হেঁটেছেন করুণারত্নে (Dimuth Karunaratne)। সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও তাঁর শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারের আসনে বসাতে অবশ্য আপত্তি নেই কারও। লঙ্কান ক্রিকেটের একটি বর্ণময় অধ্যায় তাঁর বিদায়ের সাথে সাথেই সম্পূর্ণ হবে, মনে করছেন বিশেষজ্ঞরা।
দিমুথ করুণারত্নের কেরিয়ার পরিসংখ্যান-
এখনও পর্যন্ত ৯৯টি টেস্ট ম্যাচে ৭১৭২ রান করেছেন দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)। ব্যাটিং গড় ৩৯.৪০। শতরানের সংখ্যা ১৬। অর্ধশতক ৩৯টি। দেশের হয়ে ৫০টি একদিনের ম্যাচও খেলেছেন তিনি। ৩১.৩৩ গড়ে বাম হাতি ওপেনার করেছেন ১৩১৬ রান। ১টি শতক ও ১১টি অর্ধশতক রয়েছে তাঁর। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্টে টস করতে মাঠে নেমেছেন করুণারত্নে। এর মধ্যে জিতেছেন ১২টি ম্যাচ। হেরেছেন ১২টি ম্যাচ। তাঁর নেতৃত্বে ৬টি ম্যাচ ড্র করেছে লঙ্কান শিবির। প্রায় দুই দশকের ক্রিকেট কেরিয়ারে ২১৬টি প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন তিনি। ৪৪.৯৪ গড়ে করেছেন ১৫৭৭৭ রান। শতক ৪৭টি, অর্ধশতক ৭৩টি। এছাড়া লিস্ট-এ ক্রিকেটে ১৬৯ ম্যাচে ৫১৮৭ রান রয়েছে তাঁর। রয়েছে ৭টি শতরানও। কুড়ি-বিশের ফর্ম্যাটে অবশ্য বিশেষ চমকপ্রদ নয় তাঁর পরিসংখ্যান। ৩৪ ম্যাচে প্রায় ২০ গড়ে করেছেন ৫৪৩ রান।