আবারও সুযোগ পাচ্ছেন করুণ নায়ার, ভালো খেলেও গম্ভীরের ষড়যন্ত্রের শিকার ক্যাপ্টেন গিলের পরম বন্ধু !! 1

ইংল্যান্ডের বিরুদ্ধে এন্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ম্যাচটি ২ জুলাই এজবাস্টনে অনুষ্ঠিত হতে চলেছে। দুই দলের এই লড়াইয়ে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড দল এবং চলতি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। এবার দ্বিতীয় টেস্টের আগে প্রকাশ্যে এসেছে ভারতীয় দলের একাদশ। গুরুত্বপূর্ণ ম্যাচে করুণ নায়ারকে (Karun Nair) দ্বিতীয় সুযোগ দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ ৮ বছর পর ভারতীয় দলে জায়গা বানিয়ে নিয়েছেন করুণ নায়ার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে প্রদর্শন দেখানোর পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেরাটা দেখানোর পালা।

প্রথম টেস্টে ব্যার্থ করুণ নায়ার

Gautam gambhir,karun nair
Karun Nair | Image: Getty Images

তবে সুযোগ পেয়ে প্রথম টেস্টে সেরাটা দিতে ব্যর্থ হয়েছিলেন করুণ। চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতেই ব্যার্থ হয়েছিলেন করুণ (Karun Nair)। বেন স্টোকসের (Ben Stokes) বলে কভার অঞ্চলে ক্যাচ আউট হয়ে যান করুণ। এরপর দ্বিতীয় ইনিংসে আবার সেই বেন স্টোকসের শিকার হয়েছিলেন করুণ। করুণ দুই ইনিংসে ছিলেন ব্যার্থ। করুণ নায়ারকে এই সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখতে পাওয়া যাবে। তবে, এবার নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে করুণকে। করুণ প্রথম ম্যাচে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেছেন। মূলত ছয় নম্বরে তাকে ব্যাটিং করতে দেখা গিয়েছে।

Read More: পদপিষ্টের ঘটনায় আর‌ও চাপে RCB, প্রাথমিক রিপোর্টে এলো চাঞ্চল্যকর তথ্য !!

তিনে ব্যাটিং করবেন করুণ

Karun nair
Karun Nair | Image: Getty Images

তরুণ সাই সুদর্শন যিনি প্রথম ম্যাচে অভিষেক করেছিলেন তিনি দলের হয়ে তিন নম্বরের স্থানটি গ্রহণ করেছিলেন। তবে, এবার দ্বিতীয় ম্যাচে করুণ নায়ারকে (Karun Nair) সেই তিন নম্বর স্থানে ব্যাটিং করতে দেখা যাবে। করুণকে নতুন ভূমিকায় রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। করুণ অবশ্য ঘরোয়া ক্রিকেটে উপরের দিকেই ব্যাটিং করে থাকেন, যদিও ভারতীয় দলের হয় তাকে লোয়ার মিডল অর্ডারেই ব্যাটিং করতে ও সাফল্য পেতে দেখা গিয়েছিল। এবার করুণ সাই সুদর্শনের জায়গা নিতে চলেছেন এবং তিনে তাঁকে ব্যাটিং করতে দেখা যাবে। এমনকি, দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে চলেছেন সাই সুদর্শন। প্রথম ম্যাচে তার খারাপ ফর্ম এবং এজবেস্টনে দুটি স্পিনারের খেলানোর তাগিদে সুদর্শনের বদলে তাঁর বন্ধু ওয়াসিংটন সুন্দরকে (Washington Sundar) দলে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, তাকে ছয় নম্বরে অর্থাৎ লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব পালন করতে দেখতে পাওয়া যাবে।

Read Also: Karun Nair: সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ করুণ নায়ার, বাঁকি টেস্টে বেঞ্চ গরম করেই কাটবে সময় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *