Champions Trophy 2025: নিজের ক্যারিয়ারের সবথেকে সেরা ছন্দে রয়েছেন করুণ নায়ার (Karun Nair)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন। ব্যাট হাতে তার পারফরম্যান্স রীতিমতন নজর কেড়েছে নির্বাচকদের। ভারতীয় ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার পরেই তিনটি ওডিআই সিরিজ খেলবে। আর এই সিরিজে ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ওডিআই ফরমাটে মানিয়ে নেওয়ার। আসলে ভারতীয় দল তাদের শেষ ওডিআই সিরিজটি শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরুদ্ধে গত বছর আগস্ট মাসের দিকে খেলেছিল।
করুণকে নির্বাচন না koray বড় বয়ান দিলেন আগারকার
দীর্ঘ ছয় মাস ভারতীয় দল ৫০ ওভারের ম্যাচ খেলেননি। তবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সমাপ্ত হয়েছে বিজয় হাজারে ট্রফি। মূলত এই ট্রফিটি ৫০ ওভারের অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই ট্রফিতে আলোরন সৃষ্টি করেছেন বিধর্বার করুণ নায়ার (Karun Nair)। কর্নাটকে ছেড়ে বিধর্বার হয়ে করুণকে খেলতে দেখা যাচ্ছে। এবারের বিজয় হাজারে ট্রফিতে ৩৮৯.৫০ গড়ে এবং ১২৪.০৪ স্ট্রাইক রেটে ৫টি শতরান ও ১টি অর্ধ-শতরান সহ ৭৭৯ রান বানিয়েছেন। করুনের এই পারফরমেন্সে মুগ্ধ মুখ্য নির্বাচক অজিত আগারকার।
অজিত আগরকর প্রেস কনফারেন্সে করুণকে দলে নির্বাচন না করার কারণ হিসেবে বলেন যে, “এটা সত্যিই বিশেষ পারফরম্যান্স, যার গড় ৭০০-৭৫০ এর বেশি, এমন কাউকে নিয়ে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করেছি ও আলোচনাও করেছি। তবে, এই মুহূর্তে দলে জায়গা পাওয়া কঠিন। যারা দলে জায়গা পেয়েছেন তাদের গড় ৪০-এর কাছাকাছি। তারা বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ভালো প্রদর্শন দেখিয়ে এসেছেন। এটা দুর্ভাগ্যের যে ১৫ সদস্যের দলে সকলকে জায়গা দেওয়া সম্ভব নয়।”
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এন্ট্রি নেবেন করুণ
জানা গিয়েছে স্কোয়াড ঘোষণা হওয়ার পরেই ভাগ্য খুলছে করুণ নায়ারের (Karun Nair)। আসলে বেশ কিছু সূত্রের দাবি ভারতীয় দলের কিংবদন্তি তারকা বিরাট কোহলির (Virat Kohli) জায়গা নিতে চলেছেন করুন। কিছুদিন আগেই ঘাড়ে চোট পেয়েছিলেন বিরাট কোহলি। সুস্থ হওয়ার জন্য ডাক্তারি পরামর্শের পাশাপাশি ইনজেকশন নিয়েছেন তিনি। যদিও দিল্লি দলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা যাবে না তাকে। এই পরিস্থিতিতে কোহলি যদি সুস্থ না হয়ে ওঠেন তাহলে তার বদলে করুণকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে।