ভুল বোঝাবুঝির কারণে রান আউট হলেন করুণ নায়ার, ড্রেসিং রুমে ফিরেই হারালেন মেজাজ !! 1

IPL 2025: ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচ ইতিহাসে ত্রি শতরান হাঁকিয়েছিলেন। তবে, ত্রিশতরান হাকিয়েও ভারতের হয়ে দীর্ঘদিন খেলার সুযোগ পাননি করুণ নায়ার (Karun Nair)। দুই বছর বিরতির পর আইপিএলে অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন করুণ। যে কারণে আজ প্রথম একাদশে জায়গা সুনিশ্চিত করেন তিনি। আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই মৌসুমের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন করুণ।

দিল্লির মাঠে রাজস্থান রয়‍্যালসের বিপক্ষে খেলার সময় তিনি রান আউট হয়ে যান। করুণ কেবলমাত্র ৩ বল খেলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। জেক ফ্রেজার ম্যাগরুক আউট হতেই ক্রিজে আসেন করুণ। ব্যাট হাতে তিনি খাতা খুলতে ব্যার্থ হন তিনি, করুণ রান আউট হওয়ার পর নেটিজেনেরা অভিষেক পোরেলকে দোষারোপ করতে শুরু করেন তবে করুণের রান আউটে পোরেলের কোনো দোষ ছিল না।

Read More: IPL 2025: বড় ধাক্কা কাব্য মারানের, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেল এই বিদেশি খেলোয়াড় !!

রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন করুণ নায়ার

Ipl 2025
Karun Nair | Image: Twitter

আসলে, করুণ নায়ার তার বোকামির কারণেই রান আউট হয়েছিলেন, তারপর ড্রেসিংরুমে গিয়ে অদ্ভুত কাজ করে বসেন। সন্দীপ শর্মার বলে অভিষেকের ব্যাটে বল লেগে ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) হাতে চলে যায়। ততক্ষনে করুণ ক্রিজের অর্ধেক রাস্তা দৌড়ে চলে এসেছিলেন। সেই পরিস্থিতিতে হাসারাঙ্গার থ্রোটি সন্দীপ ধরে করুণকে রান আউট করেন। করুণ হতাশ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ড্রেসিংরুমে ফিরে করুণ তাঁর মেজাজ হারিয়ে ফেলেন।

ধারাভাষ্য দিতে থাকা মোহম্মদ কাইফ (Mohammed Kaif) অভিষেক পোরেলের পাশে দাঁড়ান এবং করুণকে ডাইভ না মারার জন্য দোষারোপ করতে থাকেন। কাইফ বলেন, “এখানে অভিষেক পোরেলের কোনো দোষ নেই, এখানে আদেও কোনো রান ছিল না। তাছাড়া, করুণ যদি এখানে ডাইভ মারত তাহলে তিনি আউট হতেন না।”

Read Also: IPL 2025: “টুক টুক করেই শেষ করলো খেলা…” রাজস্থানের বিরুদ্ধে ১৮৮ রানে শেষ হলো দিল্লির ইনিংস, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *